Bengal Live পোর্টজিনঃ পোর্টজিন কি? পোর্টজিন একটি অনলাইন ম্যাগাজিন। প্রতি সপ্তাহের রবিবার এটি বেঙ্গল লাইভের (bengallive.in) এর পোর্টজিন বিভাগ থেকে প্রকাশিত হয়।
স্মৃতির দুয়ার বন্ধ এখন,ব্যস্ত ভীষণ কবি
অতীতটা সে ভুলতে চায়, দেখে না পুরোনো ছবি।
অবহেলার চাদর দিয়েছে গায়ে, এসেছে তার ধুম জ্বর
দূরত্বের পারদ বেড়েই যাচ্ছে, তুমিও করলে তাকে পর!
মনের চিলেকোঠায় থাকতে তুমি, হয়েছো এখন নিরুদ্দেশ
তুমি বরং দূরে থেকো , সেও আছে দারুন বেশ।
ভাগ্যিস তুমি ছেড়ে গিয়েছো, দিয়েছো তাকে বীভৎস ছেঁকা
নইলে সে বুঝতোই না, তুমি থেকেও সে থাকতো একা!
বন্ধ এখন মনের দুয়ার, হয়েছো তুমি মরীচিকা
মনের মাঝে মিথ্যে স্মৃতি বানিয়ে , জ্বালাচ্ছে দুঃখের চিতা।
কীভাবে লেখা পাঠাবেন?
নীচে উল্লিখিত হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা ইমেল আইডিতে লেখা পাঠাতে পারবেন।
হোয়াটসঅ্যাপ নাম্বার~ 9636459953
ইমেল আইডি~ bengalliveportzine@gmail.com
লেখার সঙ্গে নিজের নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং একটি ছবি পাঠানো আবশ্যক।
ভ্রমণ কাহিনীর সঙ্গে নিজের তোলা দুটো ছবি পাঠাতে হবে।