পোর্টজিন

করোনা বিদায় – দিবাকর মন্ডল

Bengal Live পোর্টজিনঃ পোর্টজিন কি? পোর্টজিন একটি অনলাইন ম্যাগাজিন। প্রতি সপ্তাহের রবিবার এটি বেঙ্গল লাইভের (bengallive.in) এর পোর্টজিন বিভাগ থেকে প্রকাশিত হয়।

dibakar mandal kobita portzine

” অনেক তো হলো মৃত্যুমিছিল
এবার সবাইকে রেহাই দাও ,
অসহায় আজ মনুষ্যজাতি
প্লিজ ; এবার তুমি বিদায় নাও।

ব্যস্ত পৃথিবী হয়েছে স্তব্ধ
সাইরেনে আজ পড়েছে জং ,
হাঁটছে মানুষ ক্ষুধার জ্বালায়
সভ্যতার এখন ফ্যাকাসে রং।

আজ মানুষ সবাই বন্দি ঘরে
জনশূন্য আমার ব্যাস্ত শহর ,
প্রিয়জন হারানোয় মেতেছে বিশ্ব
জীবন গুনছে অনিশ্চয়তার প্রহর।

কবে কাটবে এই অন্ধকার ?
কবে করোনা হবে শেষ ?
ঈশ্বর আছেন গভীর ঘুমে
ডাক্তাররা নিয়েছে ওনার ছদ্মবেশ।

প্রার্থনা শুধু একটা নতুন ভোরের
শেষ হোক এই দুঃস্বপ্নের রাত ,
পৃথিবী সাজুক আবার নতুন রঙে
প্রেমিকযুগল নিঃসংকোচে ধরুক হাত।”

কীভাবে লেখা পাঠাবেন?
নীচে উল্লিখিত হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা ইমেল আইডিতে লেখা পাঠাতে পারবেন।
হোয়াটসঅ্যাপ নাম্বার~ 9636459953
ইমেল আইডি~ bengalliveportzine@gmail.com
লেখার সঙ্গে নিজের নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং একটি ছবি পাঠানো আবশ্যক।
ভ্রমণ কাহিনীর সঙ্গে নিজের তোলা দুটো ছবি পাঠাতে হবে।

Related News

Back to top button