পোর্টজিন

হরণি – চিরঞ্জীব হালদার

Bengal Live পোর্টজিনঃ পোর্টজিন কি? পোর্টজিন একটি অনলাইন ম্যাগাজিন। প্রতি সপ্তাহের রবিবার এটি বেঙ্গল লাইভের (bengallive.in) এর পোর্টজিন বিভাগ থেকে প্রকাশিত হয়।

bangla kobita chiranjib halder portzine

 

অনেকে জানেন না এই রাস্তার নাম ক্ষীরকদম সরণি।

ষড়যন্ত্র পরবর্তী ঘটনা সাজালে দেখবেন
অঘোর কাকার উপস্থিতি ।
আর কেনই বা তিনি ঘোরতর ঘটমান
বিবেকী পাঠক বলতে পারেন।

মদ্যপান হেতু আমি কিঞ্চিত দার্শনিক।
আমার গোত্রের আর বংশলতিকার দিব্বি
এই ছ্যাঁদা জেব্বায় কে যে
তন্বী তাম্রপত্র আর মানব শিশু রেখে
এমত মস্করা করবে স্বপ্নেও ভাবিনি।

আমার ঢাকঢোল আর খঞ্জনা
আমাকে কবেই বহিস্কারনামা ধরিয়ে
ঝাঁচকচক সেতুতে বিলিয়মান।

এসো নবলব্ধ বিপ্রতীকা
ষড়যন্ত্রসাধনী এই আমার নাপাক সেতার।
শুরু হোক বর্ণনা মাহাত্ম।

 

কীভাবে লেখা পাঠাবেন?
নীচে উল্লিখিত হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা ইমেল আইডিতে লেখা পাঠাতে পারবেন।
হোয়াটসঅ্যাপ নাম্বার~ 9635459953
ইমেল আইডি~ bengalliveportzine@gmail.com
লেখার সঙ্গে নিজের নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং একটি ছবি পাঠানো আবশ্যক।
ভ্রমণ কাহিনীর সঙ্গে নিজের তোলা দুটো ছবি পাঠাতে হবে।

Related News

Back to top button