পোর্টজিন
একটি কবিতার জন্য কলমেঃ জিসানুল হক
Bengal Live পোর্টজিনঃ পোর্টজিন কি? পোর্টজিন একটি অনলাইন ম্যাগাজিন। প্রতি সপ্তাহের রবিবার এটি বেঙ্গল লাইভের (bengallive.in) এর পোর্টজিন বিভাগ থেকে প্রকাশিত হয়।
আমি হাঁটছি শ্মশান, গোরস্থান
শুধু একটা কবিতার জন্য,
আমি হেটে চলছি
তেপান্তর, যুগ যুগান্তর, মহাকাল
শুধুই একটা কবিতার জন্য,
আমি অমাবস্যা, পূর্ণিমা, দ্বাদশী কিংবা দশমী
গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি ঘুরছি
একটা কবিতার জন্য।
আমি পূণ্যস্থান, পাপের আতুড়ঘর
কিংবা নিশীকন্যার একচালা,
চসে মরছি
একটা কবিতার জন্য।
আমি শহরময় ফুটপাত, রাজপথ, গলি,
দামি রেস্টুরেন্ট, কফিশপ কিংবা
টং এর চায়ের দোকান,
খুঁজে মরেছি
শুধুই একটা কবিতার জন্য।
কীভাবে লেখা পাঠাবেন?
নীচে উল্লিখিত হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা ইমেল আইডিতে লেখা পাঠাতে পারবেন।
হোয়াটসঅ্যাপ নাম্বার~ 9636459953
ইমেল আইডি~ bengalliveportzine@gmail.com
লেখার সঙ্গে নিজের নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং একটি ছবি পাঠানো আবশ্যক।
ভ্রমণ কাহিনীর সঙ্গে নিজের তোলা দুটো ছবি পাঠাতে হবে।