Bengal Live পোর্টজিনঃ পোর্টজিন কি? পোর্টজিন একটি অনলাইন ম্যাগাজিন। প্রতি সপ্তাহের রবিবার এটি বেঙ্গল লাইভের (bengallive.in) এর পোর্টজিন বিভাগ থেকে প্রকাশিত হয়।
শিশুর পিঠে বইয়ের বোঝা যখনই হয় ভারী
ফলস্বরূপ তার বিদ্যার সাথে হয় যে ছাড়াছাড়ি ।।
আঁটি বাঁধা পাকা ফসল হয় না বোঝা মাথার
অথৈ নদী পার হয়ে যায় যে জানে ডুব সাঁতার ।।
ব্যথার বোঝা সোজা এসে বুকেই বাসা বাঁধে
মন ভেঙে হয় গুঁড়ো গুঁড়ো তারই আর্তনাদে ।।
যে সংসারে আপনজন হয় অযাচিত বোঝা
সে সংসারটা টিকিয়ে রাখা হয়না তো খুব সোজা ।।
ক্ষুদ্র ক্ষুদ্র ঋণের বোঝা একসময় হয় পাহাড়
জীবন তখন এক নিমিষেই হারায় রঙের বাহার ।।
দেহ যখন বেঁচে থাকার সকল শর্ত হারে
বুঝে যায় সে জীবনটাকে পেয়েছিল ধারে ।
ধার চোকাতে ধনের বোঝা আসে না এগিয়ে
তীব্র শোকে অন্তরাত্মা মরে যে কেঁকিয়ে ।।
বোঝা সহ দেহখানির সদগতি হয় যদি
অহং ফেলে অমর আত্মা পার হয়ে যায় নদী ।।
কীভাবে লেখা পাঠাবেন?
নীচে উল্লিখিত হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা ইমেল আইডিতে লেখা পাঠাতে পারবেন।
হোয়াটসঅ্যাপ নাম্বার~ 9635459953
ইমেল আইডি~ bengalliveportzine@gmail.com
লেখার সঙ্গে নিজের নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং একটি ছবি পাঠানো আবশ্যক।
ভ্রমণ কাহিনীর সঙ্গে নিজের তোলা দুটো ছবি পাঠাতে হবে।