পোর্টজিন

যেথা বাক্য হৃদয়ের উৎসমুখ হতে/ উচ্ছসিয়া উঠে…

আজ বাইশে শ্রাবন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়ান দিবস। এক নজরে দেখে নিন সেদিনের কিছু দুষ্প্রাপ্য মুহুর্ত।                    (ছবিঃ শান্তিনিকেতন)

IMG-20160807-WA0001

“মুখ ফিরায়ে রব তোমার পানে।
এই ইচ্ছাটি সফল করো প্রাণে।”

IMG-20160807-WA0002

“আসে অবগুণ্ঠিতা প্রভাতের অরুণ দূকুলে
শৈল তটমূলে,
আত্মদান অর্ঘ্য আনে পায়ে।”

IMG-20160807-WA0000

“এ বর্ষণ তারই
পর্বতের বাণী হয়ে উঠে জেগে –
নৃত্যবন্যাবেগে
বাধাবিঘ্ন চূর্ণ করে
তরঙ্গের নৃত্যসাথে যুক্ত হয় অনন্ত সাগরে।”

IMG-20160807-WA0003

রৌদ্র মেঘ আলোবর্ষ সব
হাত ধরে নেচে চলে
হায় মন, তুমি অন্ধকারে একবার কেঁদে বলো
মৃত্যু নেই, মৃত্যু নেই কোন।

IMG-20160807-WA0007

 

 

Related News

Back to top button