একগুচ্ছ খবর নিয়ে একনজরে উত্তর দিনাজপুর
বিভিন্ন ঘটনা, দুর্ঘটনা নিয়ে একনজরে উত্তর দিনাজপুর। করণদিঘিরে গ্রাম স্যানিটাইজ করার উদ্যোগ নিলেন বিধায়ক। রায়গঞ্জে বিদ্যুৎ বিল মুকুবের দাবিতে বিক্ষোভ জেলা কংগ্রেসের।
Bengal Live রায়গঞ্জঃ ছয় মাসের বিদ্যুৎ বিল মকুবের দাবিতে বুধবার বিদ্যুৎ বন্টন দপ্তর রায়গঞ্জ ডিভিশন অফিসে বিক্ষোভ দেখাল উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস।জেলা কংগ্রেসের পক্ষ থেকে বিদ্যুৎ দপ্তরের ডিভিশনাল ইঞ্জিনয়ারকে স্মারকলিপি প্রদান করেন জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত। উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত জানিয়েছেন,দীর্ঘ আড়াই মাস লকডাউনের কারনে সাধারণ মানুষ চরম সমস্যার মধ্যে পড়েছেন। এর মধ্যেও বিদ্যুৎ দপ্তর গ্রাহকদের বিদ্যুৎ বিল পাঠাতে শুরু করেছে। তাই ছয় মাসের বিদ্যুৎ বিল মকুবের দাবি জানানো হয়েছে৷
Bengal Live রায়গঞ্জঃ শ্রমিক স্পেশাল ট্রেনে গুজরাত থেকে বাড়ি ফিরলেও ঘরে ঢোকা হলো না রায়গঞ্জ পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রাজেশ সরকারের। ঘরে ঢুকতে গিয়ে পরিজনদের বাধা পেয়ে অবশেষে রাস্তার পারে পলিথিন টাঙিয়েই আশ্রয় নিলেন গুজরাত ফেরৎ ওই শ্রমিক। ঘটনা সম্পর্কে স্থানীয় কাউন্সিলর অভিজিৎ সাহা বলেন, ওই শ্রমিকের স্বাস্থ্য পরীক্ষা হয়েছে। ওর বাড়িতেও কথা বলেছি৷ কিন্তু ঘরে ঢুকতে দিতে রাজি হন নি কেউ। প্রশাসনের সাথে কথা বলে দ্রুত ওই শ্রমিকের থাকার বন্দবস্ত করার কথা জানিয়েছেন অভিজিৎ সাহা।
Bengal Live করণদিঘিঃ উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের কামারতোর গ্রামের প্রায় ৪০০ মানুষের হাতে খাদ্যসামগ্রী তুলে দিলেন স্থানীয় তৃণমূল বিধায়ক মনোদেব সিনহা। বুধবার এলাকার পৌঁছে কাচা সবজি, মাস্ক, স্যানিটাইজার গ্রামবাসীদের হাতে তুলে দেন তিনি। বিধায়ক জানান, কামারতোর এলাকায় কয়েকজন করোনা আক্রান্তের হদিস মেলায় দমকলের সাহায্য নিয়ে পুরো এলাকা এদিন স্যানিটাইজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি এলাকা বাসির হাতে কিছু খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়েছে।