তেরো হাতের স্বপ্নদৃষ্টা কালী পূজা রায়গঞ্জের মসলন্দপুরে

২৮ তম বর্ষে পদার্পণ করল রায়গঞ্জ ব্লকের মসলন্দপুর গ্রামের ১৩ হাত কালী পূজা। পূজাকে কেন্দ্র করে চলবে সাতদিন ব্যাপি মেলা।

Bengal Live নজরে জেলাঃ আগামী সপ্তাহ থেকে স্বপ্নদৃষ্টা কালী পূজায় মাতবে রায়গঞ্জের মসলন্দপুর গ্রাম। ১৩ হাত কালী প্রতিমাকে ঘিরে মেলা ও পূজার আনন্দে মাতবেন রায়গঞ্জ ব্লকের এক নম্বর ভাতুন গ্রাম পঞ্চায়েত এলাকার সাধারণ মানুষ। গ্রামবাসীদের দাবি মসলন্দপুরের স্বপ্নদৃষ্টা কালী উত্তর দিনাজপুর জেলার মধ্যে উচ্চতম প্রতিমা। পূজা উপলক্ষে মেলা চলবে সাতদিন ধরে। আর পাঁচটা গ্রামীণ মেলার মতন তেলে ভাজা মনোহারি দোকানের পাশাপাশি গ্রামের মানুষের মনোরঞ্জনের জন্য থাকবে নাগরদোলা, চিত্রাহার, ব্রেক ডান্স, মোটর সাইকেল, কার রেস। আগামী ১২ ডিসেম্বর উদ্বোধন হবে এই পূজার।

হোয়াটস অ্যাপ তথ্য সহায়তা- রাহুল মাহাতো।

Exit mobile version