করোনা আবহে ঘরবন্দী পড়ুয়াদের এবার স্কুলমুখী করার উদ্যোগ নিল সরকার
কোভিড আবহে বর্তমানে চলছে আনলক-৪ পর্ব। যদিও এখনও করোনায় আক্রান্তর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। করোনা আক্রান্তের সংখ্যার দিক থেকে ভারত বিশ্বের মধ্যে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। ঠিক এই পরিস্থিতিতে নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় সরকার।
Bengal Live ডেস্কঃ করোনা আবহের মধ্যেই কিছু স্কুল খোলার নির্দেশিকা জারি করেছে সরকার। নির্দেশিকায় বলা হয়েছে, কনটেনমেন্ট জোনের বাইরে যেসব স্কুল আছে আপাতত সেই স্কুলগুলোই আগামী ২১ সেপ্টেম্বর থেকে খোলা যাবে। কিন্তু তার জন্য নির্দিষ্ট কিছু নিয়ম বিধি মেনে চলতে হবে পড়ুয়া ও শিক্ষকদের।
সার্ধশতবর্ষ পার করে চূড়ামণ উচ্চ বিদ্যালয়, জেলার প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান
কী সেই নিয়ম-বিধি ?
১) স্কুলে প্রবেশ করার আগে সমস্ত ছাত্রছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাকে থার্মাল স্ক্যানিং করে তাপমাত্রা পরীক্ষা করাতে হবে।
২) ছাত্রছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাদের রীতিমতো স্যানিটাইজড হয়ে স্কুলে প্রবেশ করতে হবে।
৩) স্কুলগুলোতে থাকতে হবে উপযুক্ত তাপমাত্রা নিয়ন্ত্রক যন্ত্র।
৪) অভিভাবকদের লিখিত অনুমতিপত্রের ভিত্তিতে ছাত্র-ছাত্রীরা স্বেচ্ছায় ক্লাসে আসতে পারবে।
৫) এর পাশাপাশি অনলাইন বা ভার্চুয়াল ক্লাস করারও সুবিধা থাকছে।
৬) শ্রেণীকক্ষে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের ৬ ফুটের শারিরীক দূরত্ব বজায় রাখতে হবে। প্রয়োজনে স্কুলের বাইরে কোনো নিদিষ্ট খোলা স্থানে ব্যাবস্থা করা যেতে পারে।
৭) থার্মাল গান, সাবান, হ্যান্ড স্যানিটাইজার, ফেস মাস্ক ও ফেস কভার ইত্যাদির ব্যাবস্থা রাখতে হবে স্কুলে।