শনিবার থেকে লকডাউন কেরালায়
একদিনে রেকর্ড সংক্রমণ। কেরালায় লকডাউনের সিদ্ধান্ত বিজয়ন সরকারের।
Bengal Live ডেস্কঃ সংক্রমণ রুখতে এবার লকডাউনের পথে হাঁটল কেরালা। শনিবার থেকে সম্পূর্ণ লকডাউনের ঘোষণা কেরালাতে। লকডাউন জারি থাকবে আগামী ১৬ মে পর্যন্ত বলে জানা গিয়েছে। সংক্রমণ ক্রমশ বেড়ে যাওয়ার কারণেই লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে বলে জানা গিয়েছে।
করোনার দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ ক্রমশ ঊর্ধ্বমুখী সমগ্র ভারতে৷ ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে দেশজুরে৷ অক্সিজেনের ঘাটতি রয়েছে বেশকিছু জায়গায়। এমত অবস্থায় কেরলে প্রথমে অক্সিজেনের ঘাটতি না থাকলেও সংক্রমণ ক্রমশ বাড়তে থাকার কারণে অক্সিজেনের চাহিদাও বাড়ছে।
জানা গেছে, গতকাল রেকর্ড সংক্রমণের ঘটনা সামনে আসার পরেই লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে বিজয়ন সরকার। একদিনে প্রায় ৪১ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন কেরালাতে। পরিস্থিতি উদ্বেগজনক হয়ে ওঠায় লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে কেরালা সরকার। লকডাউন শুরু হবে আগামী শনিবার সকাল ছয়টা থেকে।