করোনা সংক্রমণ রুখতে রেলের নয়া নির্দেশিকা

রেলওয়ে স্টেশনে এই নিষেধাজ্ঞা অমান্য করলে দিতে হতে পারে ৫০০ টাকা জরিমানা, মহামারী রুখতে এমনই সিদ্ধান্ত রেল কর্তৃপক্ষের।

Bengal Live ডেস্কঃ  দেশে করোনা পরিস্থিতি রোজই উদ্বেগের মাত্রা ছাড়াচ্ছে। গত কয়েক দিনে দেশের দৈনিক করোনা সংক্রমণ ছাড়িয়েছে দু’লক্ষ। স্টেশন চত্বরে বা ট্রেনে মুখে মাস্ক না থাকলেই হবে ৫০০ টাকা পর্যন্ত জরিমানা। মহামারীর এই বছরে এমনই বিধি নিষেধ জারি করলো রেল কর্তৃপক্ষ। এবার এই মাস্ক না পরা কে রেলওয়ে আইনের অধীনে অপরাধ হিসাবে ঘোষনা করলো ভারতীয় রেল। শনিবার করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে ও কোভিড -১৯ এর বিভিন্ন বিধি নিষেধকে নিশ্চিত করতেই এমন সিদ্ধান্ত ভারতীয় রেলের।

বাংলাদেশ স্পেশালঃ আনারস ইলিশ

ভারতীয় রেলের নির্দেশিকা থেকে জানা গিয়েছে, এ বার থেকে ট্রেন ও স্টেশনে মাস্ক না পরলে দিতে হবে ৫০০ টাকা জরিমানা। এছাড়াও রেলের তরফে ঘোষণা করা হয়েছে, স্টেশনে বা ট্রেনে থুতু ফেললে বা কোনও ভাবে প্ল্যাটফর্ম নোংরা করলেও হবে জরিমানা। স্টেশন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে মাস্ক পরা বাধ্যতামূলক, তাতে করে কমবে থুথু ফেলার প্রবণতা। আপাতত ৬ মাসের জন্য এই নির্দেশিকা জারি থাকবে বলে জানিয়েছে ভারতীয় রেল।

অন্যদিকে, গত দু-এক দিনে দেশের দৈনিক করোনা সংক্রমণ ছাড়িয়েছে দু’লক্ষ। গত ২৪ ঘণ্টায় দেশে সংক্রমনের সংখ্যা পৌঁছেছে প্রায় ২ লক্ষ ৩৪ হাজার ৬৯২ জনে। সংক্রমণের সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ১৩৪১ জনের।

মেদ ঝড়াতে এক্সারসাইজের আগেই এক কাপ কড়া কফি! জানুন বিশদে।

Exit mobile version