মাথা ব্যথা কমাতে ওষুধ নয়, ভরসা রাখুন ঘরোয়া উপায়ে

রোজ রোজ খাচ্ছেন মাথা ব্যথার ওষুধ, ডেকে আনছেন না তো অন্য কোনও রোগ? আসুন জেনে নিই ঘরোয়া উপায়ে কিভাবে দূর করবেন মাথাব্যথা…

Bengal Live ডেস্কঃ  মাইগ্রেন হোক বা সাইনাস, কিংবা শুধুমাত্র ক্লান্তির কারণেও প্রায়ই মাথা ব্যথায় কাহিল হয়ে পড়ি আমরা। আর তারপর চটজলদি ব্যথা কমাতে অনেকেই ডাক্তারের পরামর্শ ছাড়াই মুখে তুলে নেন ওষুধ। কিন্তু তা স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক। বেশ কিছু গবেষণায় দেখা গিয়েছে রোজ মাথাব্যথা-র ওষুধ খেলে তার নানা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে! যার মধ্যে অন্যতম হল কিডনির সমস্যা। কিন্তু ঘরোয়া উপায়েই যদি দূর হয়ে যায় মাথাব্যথা তাহলে প্রয়োজন পড়ে না অযথা ওষুধ খাওয়ার। তাই আসুন জেনে নিই কীভাবে ঘরোয়া উপায়ে দূর করবেন মাথাব্যথা-

GI তকমার দৌড়ে বাংলার সরভাজা, সরপুরিয়া

সারবে চিকুনগুনিয়া থেকে হৃদরোগ-সহ ত্বকের সমস্যা, বিশদে জানুন তেঁতুল বীজের দশটি গুনাগুন

উপরের ঘরোয়া টোটকাগুলো প্রয়োগ করলে কিছুটা হলেও ওষুধ ছাড়াই রেহাই মিলবে মাথা যন্ত্রণা থেকে। তবে মনে রাখতে হবে, প্রায় রোজই যদি বিভিন্ন কারণে মাথা যন্ত্রণা করে এবং দিন দিন তা বাড়তেই থাকে, তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

Exit mobile version