পুদিনা পাতাঃ জানলে মহৌষধ, না জানলে আগাছা, জেনে নিন ১০ টি মহৎ গুণ

পুদিনা পাতা আগাছা ধরনের গাছ। গ্রীষ্মকালে এটি সাধারণত বাজারে বিকোতে দেখা যায়। ছোট্ট গুল্ম জাতীয় এই গাছের পাতা ডিম্বাকার। সাধারণত এটি আমরা খাবার হিসেবে গ্রহন করে থাকি। তবে আপনি জানলে অবাক হবেন এই পাতার আছে বেশ কিছু ঔষধি গুণ।

Bengal Live লাইফ স্টাইলঃ চলুন একবার দেখে নেওয়া যাক এই আগাছা জাতীয় গাছটার ১০ টি গুণাগুণ….

১) মুখের গন্ধ দূর করে।
২) পুদিনা পাতার তেল মাথায় লাগালে মাথা ব্যাথা চটজলদি বিদায় নেয়।
৩) আপনার ঠান্ডা লাগলেও আপনি এই পাতা গ্রহন করতে পারেন। ওষুধের মতো কাজ করে।
৪) যে সমস্ত মানুষের শ্বাসকষ্ট আছে তাদের এই পাতা বিশেষ উপকারে লাগে। এটি শ্বাসনালী পরিষ্কার করে।
৫) হজম শক্তি বৃদ্ধি করা এই শাকের একটি বৈশিষ্ট্য।

হার্ট অ্যাটাক ! কী করে বুঝবেন আপনার হার্ট অ্যাটাক হতে যাচ্ছে ?

৬) ত্বকের জ্বালাপোড়া কমাতে সাহায্য করে।
৭) পুদিনা পাতার রস ব্যাথানাশক হিসেবে কাজ করে।
৮) মাইগ্রেনের ব্যাথা দূর করতে সাহায্য করে।
৯) কোনো মানুষ হঠাৎ করে অজ্ঞান হয়ে গেলে তার নাকের সামনে পুদিনা পাতা ধরুন। জ্ঞান তৎক্ষনাৎ ফিরে আসবে।
১০)এই পাতা বেটে মুখে লাগালে ত্বকের সমস্যা দূর হয় এবং ত্বক মসৃণ হয়ে ওঠে।

Exit mobile version