লাইফ স্টাইল

ঝটপট বানিয়ে ফেলুন পাউরুটির চপ

Bengal Live ডেস্কঃ  একঘেয়ে পাউরুটি দিয়ে চটজলদি বানিয়ে ফেলুন নতুন স্বাদের পাউরুটির চপ।

 

উপকরণঃ 

  • পাউরুটি ৫টা
  • পেঁয়াজ ১টা
  • টমেটো ২টা
  • ধনেপাতা পরিমাণমতো
  • কাঁচা লঙ্কা পরিমাণমতো
  • চালের গুঁড়ো ৩ টেবিল চামচ
  • ময়দা ৩ টেবিল চামচ
  • টমেটো সস ৩ টেবিল চামচ
  • নুন পরিমাণমতো
  • ডিম ১টা

 

প্রণালীঃ 

  • কাঁচা পাউরুটিগুলোকে জলে ডুবিয়ে ভালোভাবে হাত দিয়ে চেপে জল ঝরিয়ে নিতে হবে ।
  • এরপর ওই পাউরুটির মধ্যে একে একে কুচোনো পেঁয়াজ ,কুচোনো টমেটো , কুচোনো কাঁচা লঙ্কা,কুচোনো ধনেপাতা, পরিমাণমতো নুন, চালের গুঁড়ো , ময়দা, টমেটো সস ও ডিমের সাদা অংশ দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে।
  • এরপর হাতের তালুতে একটু তেল লাগিয়ে ওই পাউরুটির মিশ্রণকে হাত দিয়ে চেপে চেপে চপের আকৃতি দিতে হবে।
  • এরপর সাদাতেল গরম করে তার মধ্যে চপগুলো দিয়ে দুই দিক সোনালী করে ভালোভাবে ভেজে তুলে নিলেই তৈরি পাউরুটির চপ। টমেটো সস্ ও স্যালাডসহ গরম গরম পরিবেশন করুন এই মজাদার পাউরুটির চপ।

Back to top button