শরীরে বাসা বেঁধেছে কোন ব্যাধি? জিহ্বার রং চিনে বুঝে নিন

জিহ্বার বর্ণ দেখে সঠিকভাবে বোঝা সম্ভব কোনো ব্যক্তি আসলে কোন রোগে আক্রান্ত হয়ে থাকতে পারেন। চিকিৎসা করাতে গেলেও চিকিৎসকরা বহুলাংশেই রোগীর রসনা দেখে নানা পরীক্ষা-নিরীক্ষা করেন।
ভেজিটেরিয়ানদের জন্য ভেজ বিরিয়ানি। দেখে নিন রেসিপি।
Bengal Live ডেস্কঃ জিহ্বার বর্ণ, গঠন, আকৃতি স্বাস্থ্য সম্পর্কে অনেক কিছুর ইঙ্গিত দেয়। বিশেষত, জিভের রং মানুষের কি রোগ হয়েছে তার সংকেত বহন করে। জিহ্বার রং কেমন হলে কি রোগ হতে পারে তা নিয়েই আমাদের আজকের প্রতিবেদন। চলুন ১১টি পয়েন্টে দেখে নেওয়া যাক কোন রং কোন রোগের বার্তাবাহক-
- সাদা জিহ্বাঃ দেহে জলশূন্যতা দেখা দিলে জিহ্বার রং সাদা হয়ে যায়। এছাড়া ফ্লু জরের লক্ষ্মণ এটি।
- হলুদ জিহ্বাঃ যকৃৎ ও পাকস্থলীর সমস্যা দেখা দিলে জিহ্বা হলুদ বর্ণ ধারন করে।
- লাল জিহ্বা ঃ জিহ্বার লাল রং নির্দেশ করে রক্তে প্রদাহজনিত কোনো প্রক্রিয়া চলছে।
- জিহ্বার ওপর ধূসর আস্তরণ ঃ সাধারণত হজম জনিত সমস্যা থাকলে জিহ্বার বর্ণ ধূসর হয়। এছাড়া জিহ্বার উপর ধূসর আস্তরণ গ্যাস্ট্রিটাইটিস ও পেপটিক আলসারের লক্ষ্মণ।
- জিহ্বা ওপর বাদামি আস্তরণঃ ফুসফুসের রোগের ইঙ্গিত দেয় এই বাদামি জিহ্বা।
নতুন স্বাদে কইমাছ, দেখে নিন নারকেল কইমাছ এর রন্ধন প্রণালী।
- ফ্যাকাসে জিহ্বাঃ শরীরে ভিটামিন ও মিনারেলের অভাব দেখা দিলে জিহ্বা ফ্যাকাসে বর্ণ ধারন করে।
- হালকা গোলাপি জিহ্বাঃ আদর্শ জিহ্বার রং হালকা গোলাপি। এই বর্ণের জিহ্বা স্বাস্থ্যকর শরীরের পরিচায়ক।
- রক্তবর্ণ বা বেগুনি জিহ্বাঃ দেহে হৃদরোগ ও ফুসফুসের রোগ বাসা বাঁধলে বেগুনি বা রক্তবর্ণ হতে পারে জিহ্বা।
- নীল জিহ্বাঃ জিহ্বা নীলবর্ণ হলে আপনার হয়ে থাকতে পারে কিডনির সমস্যা।
- লালচে বেগুনী জিহ্বাঃ শরীরে দীর্ঘদিন ধরে কোনো রোগ সংক্রমণ ঘটলে জিহ্বা লালচে বেগুনী বর্ণ ধারন করে।
- কালো জিহ্বাঃ সাধারণত জিভের রং একেবারে কালো হয় না। জিভে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া সংক্রমণ ঘটলে প্রথমে হলুদ, তারপর বাদামি এবং শেষে কালো বর্ণ ধারন করে জিহ্বা।
এই গরমে বাড়ীতে বানান তরমুজের শরবত। জানুন পদ্ধতি।
উপরিউক্ত পরীক্ষা গুলি অবশ্যই সকালে ব্রাশ করার আগে করতে হবে। নতুবা দিনের অন্য সময় খাবার খাওয়ার ঘন্টাখানেক পরে করলেও চলবে। তবে আমাদের মাথায় রাখতে হবে রোগাক্রান্ত হয়ে সাড়ানোর চেয়ে রোগ হতে না দেওয়াই ভালো। তাই সবসময় চেষ্টা করুন জিভ পরিস্কার রাখার।