রেললাইনের ধার থেকে পরিযায়ী শ্রমিকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার

নেপালের মেচিনগরে রাজমিস্ত্রীর কাজ করতেন বিহারের বাসিন্দা গোপাল ঋষি। অনুমান, রেল লাইন ধরে পায়ে হেঁটে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তাঁর।

Bengal Live রায়গঞ্জঃ রেল লাইনের ধার থেকে এক যুবকের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য উত্তর দিনাজপুরে। বুধবার সকালে চাকুলিয়া থানার কানকি এলাকা থেকে যুবকের মৃতদেহ উদ্ধার হয়৷ ডালখোলা রেলপুলিশ সূত্রে জানা গেছে, মৃত ওই যুবকের নাম গোপাল ঋষি। তাঁর বাড়ি বিহারের কাটিহার জেলার বলরামপুর থানা এলাকায়৷

মৃতের পরিবার সূত্রে জানা গেছে, নেপালের মেচিনগর এলাকায় রাজমিস্ত্রীর কাজ করতেন গোপাল ঋষি। লকডাউনের জেরে কর্মহীন হয়ে পড়েন তিনি৷ সেখান থেকেই বাড়ি ফিরছিলেন গোপাল। রেল লাইন ধরে পায়ে হেঁটে ফেরার পথে কোনও মালগাড়িতে কাটা পড়ে তাঁর মৃত্যু হয়েছে বলে রেল পুলিশের অনুমান। এদিন মৃতদেহ উদ্ধার করে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে আনা হয় ময়না তদন্তের জন্য৷ গোপাল ঋষির মৃত্যুতে শোকাহত তাঁর পরিবার।

Exit mobile version