ইসলামপুর

নতুন করে মার্কশিট বিতরণ, অকৃতকার্যরা পেলেন পাশ করার শংসাপত্র

নতুন করে মার্কশিট বিতরণ শুরু হলো। অকৃতকার্যরা পেলেন পাশ করার শংসাপত্র।

 

Bengal Live চোপড়াঃ ২২০ জন পরীক্ষার্থীর মধ্যে ১১৪ জন পরীক্ষার্থীই অকৃতকার্য হয়েছিল। এই নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন চোপড়া গার্লস হাইস্কুলের পড়ুয়ারা৷ পরীক্ষাই যখন হয়নি, তবে কেন পাশ ফেল? এই প্রশ্ন তুলে ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হয়েছিলেন তারা। একই দাবিতে ছাত্র বিক্ষোভ আছড়ে পরে উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্তে। রায়গঞ্জে টায়ার জ্বালিয়ে, পথ অবরোধ করে তিনদিন পরপর বিক্ষোভ দেখান পড়ুয়ারা৷

শুধু উত্তর দিনাজপুরে নয় ছাত্র বিক্ষোভ দেখা যায় গোটা রাজ্য জুড়েই। এরপরেই নড়েচড়ে বসে পর্ষদ৷ কেন এতো ছাত্র বিক্ষোভ? পর্ষদকে প্রশ্ন করে নবান্ন। আর তারপর থেকেই শুরু হয় অভিযোগের ভিত্তিতে নতুন করে মার্কশিট বিতরণ। শুক্রবার চোপড়া গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষিকা মল্লিকা সাহা বলেন, ১০০ শতাংশ পড়ুয়াই পাশ করেছে। পর্ষদ থেকে নতুন করে মার্কশিট দেওয়া হয়েছে। তিনি জানান, ২২০ জনের মধ্যে ১১৪ জন অকৃতকার্য হওয়ায় ক্ষোভ সঞ্চার হয়েছিল পড়ুয়াদের মধ্যে। প্রধান শিক্ষিকার দাবি, পরীক্ষা হলে ভালো রেজাল্ট করতো ছাত্রীরা।

Related News

Back to top button