রক্তাক্ত চোপড়া, বাম-কংগ্রেসের মিছিলে দুষ্কৃতীদের গুলি

পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্বের শেষ দিনে উত্তপ্ত পরিস্থিতি উত্তর দিনাজপুর জেলার চোপড়ায়।

 

Bengal Live ইসলামপুর: পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্বের শেষ দিনে উত্তপ্ত পরিস্থিতি উত্তর দিনাজপুর জেলার চোপড়ায়। সিপিএম কংগ্রেসের মিছিলে গুলি চালানোর অভিযোগ শাসক দল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক চোপড়ার দীঘাবানা এলাকায়। সিপিএম ও কংগ্রেস সূত্রে জানা গেছে, দুষ্কৃতীদের গুলিতে জখম হয়েছেন একাধিক দলীয় কর্মী। গুরুতর আহত অবস্থায় আহতদের ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁদের৷।

গুলিবিদ্ধ হয়ে ইসলামপুর হাসপাতালে চিকিৎসাধীন সিপিএম কর্মী মহম্মদ ফারুক বলেন,” আমরা মনোনয়ন জমা দিতে যাচ্ছিলাম। সেই সময় তৃণমূলের দুষ্কৃতীরা আমাদের উপর হামলা চালায়৷ ওরা প্রায় ২০-২৫ জন ছিল। গুলি চালায়। বন্দুক দিয়ে মারধর করে আমাদের।”

উত্তর দিনাজপুর জেলা সিপিএম সম্পাদক আনয়ারুল হক বলেন, “মনোনয়ন জমা করতে ব্লক অফিসে মিছিল করে যাচ্ছিল বাম-কংগ্রেস কর্মী সমর্থকেরা। সেই সময় শাসক দল আশ্রিত দুষ্কৃতীরা গুলি চালায়৷ বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়ে ইসলামপুর হাসপাতালে চিকিৎসাধীন।”

উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত বলেন, বাম-কংগ্রেসের ১২ জন আহত হয়েছেন।  চোপড়ায় প্রথম দিন থেকেই ব্লক অফিস ঘিরে রেখেছে শাসক দলের দুষ্কৃতীরা। আমরা বারংবার অভিযোগ জানিয়েছি কিন্তু কোনও লাভ হয়নি। মানুষ এবার জোটবদ্ধ হবে।

অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস।

Exit mobile version