ইসলামপুর
প্রকাশ্যে দিবালোকে আগ্নেয়াস্ত্র নিয়ে দাপাদাপি উত্তর দিনাজপুরে
দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। প্রকাশ্য দিবালোকে আগ্নেয়াস্ত্র নিয়ে দাপাদাপি।
Bengal Live ইসলামপুরঃ দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল ইসলামপুরের ভদ্রকালী এলাকা। প্রকাশ্য দিবালোকে আগ্নেয়াস্ত্র নিয়ে দাপাদাপি করতে দেখা গেল দুষ্কৃতীদের। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য গোবিন্দপুর ভদ্রকালী গ্রামে। আতঙ্কে রয়েছেন এলাকার বাসিন্দারা৷ স্থানীয় পঞ্চায়েত প্রধানের দাবি, পুরো বিষয়টি জানানো হয়েছে ইসলামপুর জেলা পুলিশকে।
গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মোহাম্মদ রইসউদ্দিন জানান, এই ঘটনার খবর পেয়েছি। একটি ভিডিও দেখেছি। ভদ্রকালী এলাকায় গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে সে গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই আজকের এই ঘটনা। প্রকাশ্যে গুলি চালিয়েছে কিছু যুবক আমি এসপি সাহেবকে জানিয়েছি। জেলা নেতৃত্বকেও জানানো হয়েছে বিষয়টি৷
ইসলামপুর জেলা পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।