উত্তর দিনাজপুরে CORONA আক্রান্ত আরও দুই

আরও দুই CORONA আক্রান্ত রোগীর খোঁজ মিলল উত্তর দিনাজপুরে। দুই আক্রান্তের বাড়িই করণদিঘী ব্লকে।

Bengal Live রায়গঞ্জঃ উত্তর দিনাজপুর জেলায় CORONA আরও দুই আক্রান্তের খোঁজ। জেলা প্রশাসন সূত্রে খবর, নতুন দুই আক্রান্তের বাড়ি করণদিঘী ব্লকে৷ এই নিয়ে করণদিঘী ব্লকে COVID 19-এ আক্রান্তের মোট সংখ্যা দাঁড়ালো ৩, জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১১। আক্রান্তদের রায়গঞ্জ COVID-19 হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ এদিকে দুই করোনা আক্রান্তের সংস্পর্শে কারা এসেছিলেন তাও খতিয়ে দেখছে প্রশাসন।

রবিবার দিনই করণদিঘীর দোমোহনা গ্রাম পঞ্চায়েতের ক্ষত্রিয় মাঠ এলাকায় এক CORONA আক্রান্ত রোগীর খোঁজ মেলে। আক্রান্তের সংস্পর্শে আসা ১১ জনকে চিহ্নিত করে QUARANTINE CENTRE- এ পাঠানো হয়। এদিকে কালিয়াগঞ্জের থানা পাড়া ও রায়গঞ্জের ডোডরা গ্রামেও COVID-19 দুই রোগীর খোঁজ মেলে রবিবার। এলাকা চিহ্নিত করে তিন কন্টেনমেন্ট (Containment Zone) জোনেই কড়া পুলিশি নজরদারি শুরু হয়েছে। এদিকে এদিন করণদিঘীতে নতুন দুই আক্রান্ত এলাকাকেও ঘিরে ফেলেছে পুলিশ। বসেছে পুলিশ পিকেট। ওই দুই কন্টেনমেন্ট জোনে (Containment Zone) প্রবেশ ও বাহিরের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

Exit mobile version