পুকুরে স্নান করতে নেমে তলিয়ে গেল দুই শিশু

একই পরিবারের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু। বৃষ্টির মাঝেই পুকুরে স্নান করতে নেমে তলিয়ে গেল তারা। উদ্ধার দুই মৃতদেহ।

Bengal Live করণদিঘিঃ পুকুরে স্নান করতে নেমে একইসাথে তলিয়ে গেল ভাই-বোন। একই পরিবারের দুই শিশুর মৃত্যুর ঘটনায় শোকের ছায়া পরিজনদের মধ্যে। শুক্রবার ঘটনাটি ঘটেছে করণদিঘি থানার মস্তানচক পাড়ায়। মৃত দুই শিশুর নাম দেবা বাস্কে এবং জয়া মার্ডি। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে আনা হয়েছে। একই পরিবারের দুজনের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ সূত্রে জানা গেছে করণদিঘি থানার মস্তানচক পাড়ার বাসিন্দা দেবা এবং তার বোন জয়া বৃষ্টির মধ্যে বাড়ির সামনে খেলা করছিল।খেলার শেষে পুকুরের স্নান করতে নেমে তারা তলিয়ে যায়। পরিবারের সদস্যরা এসে দুই শিশুকে দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করে।প্রতিবেশীরা খবর পেয়ে ছুটে এসে পুকুর থেকে দুজনকে উদ্ধার করে করণদিঘি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক দুই শিশুকে মৃত বলে ঘোষণা করে।মৃতদেহ দুটি ময়না তদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতাল মর্গে আনা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে করণদিঘি থানার পুলিশ।

Exit mobile version