ইসলামপুর
মাছ ধরতে গিয়ে তলিয়ে গেল দুই কিশোর
বৃষ্টির আবহাওয়ার মাঝে স্থানীয় জলাশয়ে মাছ ধরতে গিয়ে তলিয়ে গেল দুই কিশোর। উদ্ধারে নামল গ্রামবাসীরা।
Bengal Live গোয়ালপোখরঃ মাছ ধরতে গিয়ে জলে ডুবে দুই কিশোরের মৃত্যুর ঘটনায় ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গোয়ালপোখর থানার গেন্দাবাড়ি গ্রামে। দুর্ঘটনায় এখনও দুই কিশোরের মৃতদেহ উদ্ধার হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
শুক্রবার সকালে গেন্দাবাড়ি গ্রামের পাঁচ কিশোর এলাকার একটি জলাশয়ে মাছ ধরতে আসে। মাছ ধরতে গিয়ে চার কিশোর জলে তলিয়ে যায়।দুই কিশোর জলে নিখোঁজ হয়ে যায়। গ্রামবাসীরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়। তলিয়ে যাওয়াদের খোঁজ শুরু করে।প্রায় দীর্ঘ চার ঘন্টা পর মাছ ধরা জালেই দুই কিশোরকে উদ্ধার করে লোধন ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে গোয়ালপোখর থানার পুলিশ।জানা গেছে,মৃত কিশোরদের নাম আসফাক এবং নাহিদ।