মেয়ের মৃত্যু সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পরিজনেরা৷ কান্নায় ভেঙে পড়েন তাঁরা।
Bengal Live ইসলামপুরঃ মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক নাবালিকার। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ইসলামপুরের গুঞ্জরিয়া এলাকায়। দুর্ঘটনাটি ঘটেছে ৩১ নম্বর জাতীয় সড়কের উপর। ঘটনার পর বেশ কিছুক্ষণ যানচলাচল বন্ধ হয়ে যায় জাতীয় সড়কে। পরে ইসলামপুর থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে। মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ৷ এদিকে দুর্ঘটনায় মৃত মেয়ের পরিবারের লোকেরা খবর পেয়ে এলাকায় পৌঁছলে কান্নায় ভেঙে পড়েন তাঁরা৷ ঘাতক ট্রাকটিকে আটক করেছে স্থানীয় বাসিন্দারা৷ অভিযোগ, ট্রাকের চালক ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় এক ব্যক্তির উপর।
স্থানীয় বাসিন্দা শামী খান বলেন, রাস্তার পাশে দাঁড়িয়েছিল মেয়েটি। সেই সময় ইসলামপুর থেকে কিষানগঞ্জ গামী একটি ট্রাক দ্রুত গতিতে এসে পিষে দিয়ে যায় মেয়েটিকে। মৃতার বয়স আনুমানিক ১২ থেকে ১৩ বছর হবে। দুর্ঘটনার পরেই স্থানীয়রা ঘাতক ট্রাকটির পিছু নিয়ে ধরার চেষ্টা করলে নূর নামে এক যুবকের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় ট্রাকের চালক। জখম যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক ট্রাকের চালককে আটক করেছে পুলিশ৷