ইসলামপুর

ইটাহারের পর তৃণমূলের প্রার্থী নিয়ে ক্ষোভ এবার চাকুলিয়ায়, ক্ষুব্ধ দলের ব্লক সভাপতি

ব্লক কমিটিকে মান্যতা না দিয়েই জোড়াফুলের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে বলে অভিযোগ। অভিযোগের তির তৃণমূলের জেলা সভাপতির দিকে।

 

Bengal Live রায়গঞ্জঃ রায়গঞ্জ, ইটাহারের পর এবার প্রার্থী নিয়ে ক্ষোভ চাকুলিয়ায়৷ তৃণমূল কংগ্রেস প্রার্থী মিনাজুল আরফিন আজাদের সাথে সংগঠনের কোনও সম্পর্ক নেই, কীভাবে তাঁকে প্রার্থী করল দল? প্রশ্ন তুলে তুমুল বিক্ষোভ ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্বের। বিক্ষোভকারীদের দাবি, জেলার মাধ্যমে ব্লক থেকে রাজ্য নেতৃত্বের কাছে তিনজনের নাম প্রস্তাব করা হয়েছিল। কিন্তু তালিকার বাইরে চতুর্থ এক ব্যক্তিকে প্রার্থী করেছে দল।

জানা গেছে, প্রাক্তন ডিপিএসসি চেয়ারম্যান জাহিদ আলম আরজু, সহ সভাপতি আবদুল ঘানি ও জেলা কমিটির সম্পাদক আইনজীবী এক্রামুল হকের নাম চাকুলিয়া ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্য নেতৃত্বের কাছে প্রস্তাব হিসেবে পাঠানো হয়েছিল।

এদিন আন্দোলনকারীদের মধ্যে অন্যতম চাকুলিয়া ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সেতাবুদ্দিন মুন্না বলেন, ব্লক সভাপতি হিসেবে আমাকে কোনও মান্যতাই দেওয়া হয়নি৷ তিনজনের নাম আমরা প্রস্তাব আকারে পাঠিয়েছিলাম। কিন্তু প্রার্থী করা হল মিনাজুল আরফিন আজাদকে। আমাদের সন্দেহ রাজ্য কমিটির কাছে আমাদের প্রস্তাব পৌঁছায়নি৷ আমরা চাইছি, দলনেত্রী আবার বিবেচনা করে নতুন কাউকে প্রার্থী হিসেবে ঘোষণা করুক।

Related News

Back to top button