ইসলামপুর

ফের পথ দুর্ঘটনায় মৃত তিন উত্তর দিনাজপুরে

পরপর দুর্ঘটনা। আরও এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো তিন জনের৷ ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য উত্তর দিনাজপুরে৷ তদন্তে পুলিশ৷

 

Bengal Live ইসলামপুরঃ ফের পথ দুর্ঘটনা উত্তর দিনাজপুরে। মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিন জনের। দুর্ঘটনায় আহত দুইজন। দুর্ঘটনাটি ঘটেছে গোয়ালপোখর থানার ঘরধাপ্পা এলাকার ৩১ নম্বর জাতীয় সড়কে। ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি গাছে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন জনের বলে জানা গেছে।

মর্মান্তিক পথ দুর্ঘটনা, মৃত তিন উত্তর দিনাজপুরে

পুলিশসূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম মহম্মদ মহাজম, বাড়ি বিহারের পোথরা গ্রামে। বাকি দুই জন হলেন কৈশর আলম এবং মহঃ বিক্রম। এদের বাড়ি উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থানার পিছলা গ্রামে। আহত দুজনের মধ্যে তারিখ আনোয়ারের বাড়ি বিহারের পোথরা গ্রামে। অন্য জন নাদিম আলমের বাড়ি উত্তর দিনাজপুর জেলার সূর্যাপুর এলাকায়। আহতদের ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ এসে মৃতদেহ গুলোকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে।

আচমকা আগুন, ভস্মীভূত গ্যাস সিলিন্ডার বোঝাই গাড়ি, চাঞ্চল্য রূপাহারে

জানা গিয়েছে, সূর্যাপুর থেকে একটি গাড়িতে পাঁচজন ইসলামপুরে গিয়েছিলেন।সেখান থেকে বাড়ি ফেরার পথে ঘরধাপ্পা এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কে ওভারটেক করতে গেলে তাদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন জনের। আহত হন দু’জন। ওই এলাকার স্থানীয়রা পুলিশ কে দুর্ঘটনার কথা জানান। গোয়ালপোখর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসে। মৃতদেহ গুলি ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠায়।

Related News

Back to top button