গোয়ালপোখরে তৃণমূল ছেড়ে কংগ্রেসে সহস্রাধিক
উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের দাবি, গোয়ালপোখরে কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন সহস্রাধিক নেতা কর্মী।
Bengal Live রায়গঞ্জঃ উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখরে তৃণমূল কংগ্রেস ছেড়ে সহস্রাধিক নেতা কর্মী যোগ দিলেন কংগ্রেসে। উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্তের হাত ধরে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন গোয়ালপোখর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি তপন সিং, সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের প্রাক্তন চেয়ারম্যান মাসুদ মহম্মদ নাসিম সহ প্রায় ১১০০ নেতা ও কর্মী।
উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের দাবি, তৃণমূল কংগ্রেসের উপর বীতশ্রদ্ধ হয়ে মানুষ ধীরে ধীরে ফের কংগ্রেসে ফিরে আসছেন। বিধানসভা নির্বাচনের আগে ফের প্রমাণিত হবে গোয়ালপোখর কংগ্রেসের অন্যতম শক্ত ঘাঁটি। এদিনের দলবদল কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত, জেলা কংগ্রেস নেতা পবিত্র চন্দ, লিয়াকত আলি সহ অন্যান্যরা। মোহিত সেনগুপ্ত জানান, গোয়ালপোখর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি তপন সিং, সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের প্রাক্তন চেয়ারম্যান মাসুদ মহম্মদ নাসিম সহ ১১০০ নেতা কর্মী এদিন কংগ্রেসে যোগ দিয়েছেন।