এবার স্কুলে ভর্তির দাবিতে পড়ুয়াদের বিক্ষোভ উত্তর দিনাজপুরে
কম নম্বর ও অকৃতকার্যদের পাশ করানোর দাবিতে আন্দোলনে নেমেছিলেন পড়ুয়ারা৷ এবার ভর্তির দাবিতে ফের বিক্ষোভ।
Bengal Live চোপড়াঃ স্কুলে ভর্তি নেওয়ার দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ ছাত্রছাত্রী ও অভিভাবকদের। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার কালীগঞ্জ এলাকায়। আন্দোলনকারীদের দাবি, পরীক্ষায় উত্তির্ন প্রত্যেক পড়ুয়াকে ভর্তি নিতে হবে স্কুলে৷ এই দাবিতেই এদিন আন্দোলনে নামেন স্কুল পড়ুয়ারা। দীর্ঘক্ষণ পথ অবরোধ হয়ে থাকার কারণে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
করোনার জেরে চলতি বছরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল করে দেওয়া হয় । মূল্যায়ন পদ্ধতি মেনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে সকল ছাত্র-ছাত্রীদের পাশ করানোর সিদ্ধান্ত নেওয়া হয়। আর যার কারণে নতুন করে সমস্যা সৃষ্টি হয়েছে৷
চালু হল “শিক্ষার পরশ”, এবার বিদ্যালয় পোঁছোবে ছাত্রছাত্রীদের দুয়ারে
জানা গেছে, কালীগঞ্জ হাই স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭২৯ জন। সকল পরীক্ষার্থী পাশ করার ফলে একাদশ শ্রেণীতে ভর্তি হতে এসেছেন ৭২৯ জনই। এদিকে শিক্ষা দপ্তরের নির্দেশ অনুযায়ী ৪০০ জন পড়ুয়াকেই ভর্তি নেওয়া যাবে একাদশ শ্রেণীতে৷ ফলে ৩২৯ জন পড়ুয়া এখনও স্কুলে ভর্তি হওয়ার সুযোগ পাননি৷
শুক্রবার সকল পড়ুয়াকে ভর্তি নেওয়ার দাবি জানিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন ছাত্র-ছাত্রীরা। সমস্যার কথা মেনে নিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক। তিনি বলেন, ইতিমধ্যেই পর্ষদকে চিঠি দিয়ে বিষয়টি জানানো হয়েছে৷ প্রত্যেক পড়ুয়াকে ভর্তি নেওয়ার জন্য অনুমোদন চাওয়া হয়েছে।