বাড়ি থেকে দুই কিলোমিটার দূরে জলাশয় থেকে উদ্ধার মৃতদেহ, চাঞ্চল্য ইসলামপুরে

সন্ধ্যা থেকে নিখোঁজ, দিনের আলো ফোটার পর বাড়ি থেকে দুই কিলোমিটার দূরে উদ্ধার মৃত দেহ।

 

Bengal Live ইসলামপুরঃ সোমবার সন্ধ্যা থেকে নিখোঁজ থাকার পর মঙ্গলবার ব্যক্তির মৃতদেহ উদ্ধার হল রাস্তার ধারে একটি জলাশয় থেকে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার বিহার মোড় এলাকায়। মৃত ব্যক্তির নাম স্বপন ব্যাপারী। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালের পুলিশ মর্গে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে।

ইসলামপুর গ্রামপঞ্চায়েতের কমলাপুর গ্রামের বাসিন্দা সাধারণ ব্যবসায়ী স্বপন ব্যাপারী। সোমবার সন্ধ্যাবেলা বাড়ি থেকে বের হন। এরপর সারারাত আর তাঁর কোনও খোঁজ মেলেনি। রাতেই পরিবারের লোকজন ইসলামপুর থানায় গিয়ে খোঁজখবরও নেন। মঙ্গলবার বেলা ১০ টা নাগাদ ইসলামপুরের বিহার মোড় সংলগ্ন এলাকার রাস্তার ধারে একটি জলাশয়ে মৃতদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন স্বপন বাবুর ভাই ও দাদারা। তাঁরাই স্বপন ব্যাপারীর মৃতদেহ সনাক্ত করে জলাশয় থেকে তুলে রাস্তায় তুলে আনেন।

খবর দেওয়া হয় ইসলামপুর থানার পুলিশকে। ইসলামপুর থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালের পুলিশ মর্গে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে। ইসলামপুর গ্রামপঞ্চায়েতের প্রধান জ্যোতির্ময় মন্ডল জানিয়েছেন, সোমবার সন্ধ্যা থেকে নিখোঁজ স্বপন ব্যাপারীর কিভাবে মৃত্যু হল এবং বাড়ি থেকে দুই কিলোমিটার দূরে একটি জলাশয়ে মৃতদেহ এল তার তদন্তের দাবি করছি।

Exit mobile version