প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর না মেলার বিক্ষোভে অবরুদ্ধ রাজ্য সড়ক
আবাস যোজনার ঘর না পাওয়ায় রাজ্য সড়ক অবরোধ করে চললো বিক্ষোভ। বিপিএল তালিকার অন্তর্ভুক্ত হওয়া সত্ত্বেও এই প্রকল্প থেকে বঞ্চিত ইসলামপুর থানার রিংকুয়া এলাকার বাসিন্দারা।।
Bengal Live ইসলামপুরঃ প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর না মেলায় বিক্ষোভ অবরোধে সামিল ইসলামপুর থানার রিংকুয়া এলাকার বাসিন্দারা। শনিবার সকালে প্রায় দু’ঘণ্টা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান তারা।পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় ইসলামপুর থানার পুলিশ।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মাটিকুন্ডা ১ গ্রাম পঞ্চায়েত দপ্তরের পক্ষ থেকে VRP কর্মীরা যে সার্ভে করেছিলেন তাতে VRP কর্মীদের গাফিলতি ছিল। আর সেই কারণেই উপভোক্তারা আবাস যোজনার ঘর পাননি। এছাড়াও তারা জানান, রায়পাড়া এলাকার প্রত্যেকটি পরিবার বিপিএল তালিকার অন্তর্ভুক্ত হওয়া সত্ত্বেও এই প্রকল্প থেকে বঞ্চিত হয়েছেন তারা। এই দাবীতেই এদিন রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান তারা। ঘটনার খবর পেয়ে ইসলামপুর পুলিশ জেলার পুলিশ আধিকারিকরা ঘটনার তদন্তের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন বিক্ষোভকারী বাসিন্দারা। অন্যদিকে ভারী বর্ষণের মাঝে প্রায় দুই ঘণ্টা রাজ্য সড়ক অবরুদ্ধ থাকায় সৃষ্টি হয় তীব্র যানজটের।