জাতীয় সড়কে হানা দিয়ে লক্ষাধিক টাকার চোরাই কাঠ উদ্ধার ডালখোলায়

জাতীয় সড়কে হানা দিয়ে প্রায় লক্ষাধিক টাকার চোরাই কাঠ উদ্ধার ডালখোলায়

Bengal Live রায়গঞ্জঃ গোপন সূত্রে খবর পেয়ে ৩১ নম্বর জাতীয় সড়কে হানা দিয়ে বিপুল পরিমাণ চোরাই কাঠ উদ্ধার করল ডালখোলা থানার পুলিশ। উদ্ধার হওয়া চোরাই কাঠের বাজার মূল্য প্রায় ৫০ লক্ষ টাকা বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ডালখোলা থানার অন্তর্গত বস্তাডাঙি সংলগ্ন ৩১ নম্বর জাতীয় সড়কে সন্দেহভাজন একটি ট্রাক আটক করে ডালখোলা থানার পুলিশ। আটক করা ট্রাকে তল্লাশি চালালে প্রচুর পরিমাণ কাঠের খোঁজ মেলে। ট্রাকের চালকের কাছে কাঠের বৈধ কাগজ না থাকায় ট্রাক সমেত কাঠ বাজেয়াপ্ত করে পুলিশ।

বন দপ্তরের কর্তব্যরত আধিকারিকরা ঘটনার খবর পেয়ে কাঠ পরিক্ষা করে দেখে। জানা গেছে, চোরাই কাঠ বার্মা থেকে পাচার করা হচ্ছিল। উদ্ধার হওয়া কাঠ বন দপ্তরের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।

Exit mobile version