ইসলামপুর

কাটমানি নিয়ে স্মারকলিপি পুরপতির কাছে, হয়রানির অভিযোগ কাউন্সিলরের বিরুদ্ধে

কাটমানি নিয়ে স্মারকলিপি পুরপতির কাছে, হয়রানির অভিযোগ কাউন্সিলরের বিরুদ্ধে

Bengal Live ইসলামপুরঃ কাটমানি ফেরৎ দেওয়া নিয়ে কাউন্সিলরের বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুলে পুরপ্রধানের দ্বারস্থ পুর এলাকার বাসিন্দারা। কাউন্সিলরের বিরুদ্ধে পুরপ্রধানের কাছে স্মারকলিপিও প্রদান করেন বাসিন্দারা। বৃহস্পতিবার ঘটনাটি ঘটনাটি ঘটেছে ইসলামপুর পুরসভায়।

ইসলামপুর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়া কাউন্সিলর রঞ্জন মিশ্র ঘর দেওয়ার নাম করে বাসিন্দাদের কাছ থেকে টাকা নিয়েছে বলে অভিযোগ ওঠে। অভিযোগ স্বীকার করে কাউন্সিলর রঞ্জন মিশ্র কাটমানি বাবদ নেওয়া টাকা চেকের মাধ্যমে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। কিন্তু তাঁদের অভিযোগ, কাউন্সিলরের দেওয়া চেক ব্যাঙ্কে জমা দিলে জানা যায় ওই আকাউন্টে কোনও টাকাই নেই।

এরপরেই এদিন ইসলামপুর পুরসভার পুরপ্রধান তথা জেলা তৃণমূল সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের কাছে স্মারকলিপি প্রদান করেন বাসিন্দারা। কানাইয়ালাল আগরওয়াল বলেন, আমি জেনেছি, ওই ওয়ার্ডে যাঁদের তালিকায় নাম নেই তাঁদের থেকেও টাকা নেওয়া হয়েছে। তাই আজ বাসিন্দাদের বলা হয়েছে, তালিকায় কার কার নাম আছে তা দেখতে। প্রত্যেক কাউন্সিলরকেই জানানো হয়েছে, কাটমানি নিলে আগে তা ফেরৎ দেবেন, তারপর পুরসভায় ঢুকবেন।

পুরসভার পক্ষ থেকে ওই কাউন্সিলরের বিরুদ্ধে কোনও আইনি পদক্ষেপ নেওয়া হবে কিনা পুরপ্রধানকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, যাঁরা অভিযোগ জানিয়েছেন তাঁরা থানায় অভিযোগ জানাতেই পারেন।

Related News

Back to top button