রায়গঞ্জের যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার ইসলামপুরে

ইসলামপুরে ঝুলন্ত দেহ উদ্ধার রায়গঞ্জের বাসিন্দার। কী কারণে ওই যুবক আত্মঘাতী হয়েছে তা এখনও জানা যায় নি। ইসলামপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
Bengal Live ইসলামপুরঃ ইসলামপুর পুর আবাসের ঘর থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায়। মৃত যুবকের নাম শান্তনু পাল। ঘটনাস্থলে ছুটে আসে ইসলামপুর থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, রায়গঞ্জ শহরের দেবীনগর এলাকার বাসিন্দা পেশায় সেলস কর্মী শান্তনু পাল কর্মসূত্রে ইসলামপুরে গিয়েছিলেন। সেখানে ইসলামপুর বাস টার্মিনাস এলাকায় পৌর আবাসে গত ১৫ এপ্রিল একটি ঘর ভাড়ায় নিয়ে সেখানে থেকে কাজ করছিলেন তিনি। রবিবার সকালে পৌর আবাসের সাফাইকর্মীরা সকালে ঘর পরিষ্কার করতে গিয়ে একটি ঘরে ঝুলন্ত মৃতদেহ দেখতে পায়। সাথে সাথেই ইসলামপুর থানার পুলিশকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালের পুলিশ মর্গে পাঠিয়ে দেয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ।