পুজোর আগে ফের শ্যুট আউট উত্তর দিনাজপুরে, খুন পঞ্চায়েত সদস্য
দুষ্কৃতীদের গুলিতে খুন পঞ্চায়েত সদস্য। পুরো ঘটনা খতিয়ে দেখতে তদন্তে নেমেছে পুলিশ।
Bengal Live ইসলামপুরঃ পুজোর আগে ফের শ্যুট আউট উত্তর দিনাজপুরে। প্রকাশ্য দিনের আলোতে দুষ্কৃতীদের গুলিতে খুন পঞ্চায়েত সদস্য। শুক্রবার ঘটনাটি ঘটেছে ইসলামপুর থানার রিঙ্কুয়া গ্রামে। পঞ্চায়েত সদস্যের খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ওই এলাকায়। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় ওই ব্যক্তির মৃতদেহ। ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, এদিন ইসলামপুর থেকে মোটর বাইক নিয়ে বাড়ি ফেরার পথে ওই ব্যক্তির ওপর হামলা চালায় দুষ্কৃতীরা। সেখানে দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয় ওই ব্যক্তির। জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম এনামুল হক, তিনি আগিডমটি খুন্তি অঞ্চলের সদস্য। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইসলামপুর থানার পুলিশ। এরপর সেখান থেকে উদ্ধার করা হয় ওই পঞ্চায়েত সদস্য এর মৃতদেহ। মৃতদেহের পাশ থেকে উদ্ধার করা হয়েছে একটি মোটর বাইকও। মৃতদেহটি ময়না তদন্তের জন্য ইসলামপুর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
ইসলামপুর জেলা পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ ছিল। পুলিশের প্রাথমিক অনুমান, অন্য কোনও ঘটনার রেশ থেকেই এদিনের খুনের ঘটনাটি ঘটেছে।