ইসলামপুর

ইসলামপুরে মহিলাকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, গ্রেপ্তার দুই

ইসলামপুরে এক মহিলাকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছোড়ার ঘটনায় ধৃত দুই। ধৃতদের মধ্যে অভিযোগকারী মহিলার স্বামীও রয়েছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে। ধৃত দুই অভিযুক্তকে বৃহস্পতিবার ইসলামপুর আদালতে তোলা হয়েছে। অভিযোগ অস্বীকার করেছে ধৃতরা।

Bengal Live ইসলামপুরঃ ইসলামপুরে এক মহিলাকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছোড়ার ঘটনায় ধৃত দুই। ধৃতদের মধ্যে অভিযোগকারী মহিলার স্বামীও রয়েছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে। ধৃত দুই অভিযুক্তকে বৃহস্পতিবার ইসলামপুর আদালতে তোলা হয়েছে। অভিযোগ অস্বীকার করেছে ধৃতরা।

বুধবার ইসলামপুর স্টেট ফার্ম কলোনির বাসিন্দা নিকিতা সরকার নামে এক মহিলা স্কুটি নিয়ে ইসলামপুর মহকুমা আদালতে যাচ্ছিলেন। অভিযোগ, পথে হাসপাতাল পাড়া এলাকায় রামমোহন চিলড্রেনস অ্যাকাডেমির সামনে তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা।

জানা গিয়েছে মোটরবাইকে চেপে তিন দুষ্কৃতী এসেছিল। তাঁরা নিকিতাকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালালেও কারও গুলি লাগেনি। এই ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে ছুটে আসে ইসলামপুর থানার বিশাল পুলিশবাহিনী।

ঘটনার কিছুক্ষণের মধ্যেই ইসলামপুর থানার পুলিশ নিকিতা দেবীর স্বামী কুশল দাসকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। কুশল দাসকে জিজ্ঞাসাবাদ করার পর তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। কুশল বাবুকে জিজ্ঞাসাবাদ করেই দেশবন্ধুপাড়া এলাকা থেকে সঞ্জয় সাঁতরা নামে আরও একজনকে গ্রেপ্তার করে ইসলামপুর থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিকিতা দাসের সাথে তাঁর স্বামী কুশল দাসের আদালতে বিবাহ বিচ্ছেদের মামলা চলছে। বুধবার নিকিতা দাস তাঁর দাদাকে সাথে নিয়ে ইসলামপুরে আদালতে উকিলের সাথে দেখা করতে যাচ্ছিলেন। আদালত যাওয়ার পথে তাঁকে লক্ষ্য করে দুষ্কৃতীরা গুলি চালায়। ধৃত কুশল দাস তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে।

Related News

Back to top button