পারিবারিক অশান্তিকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ইসলামপুরের আগডিমটিখুন্তি এলাকায়। গুলিবিদ্ধ তিন।
Bengal Live ইসলামপুরঃ ইসলামপুরে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল একজনের। ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ইসলামপুরের আগডিমটিখন্তি গ্রাম পঞ্চায়েতের বন্দিরাগছ গ্রামে। ঘটনাস্থলে পৌঁছেছে ইসলামপুর থানার পুলিশ। গুলিবিদ্ধ হয়ে আহত আরও দুই শিশু। আহতদের চিকিৎসা চলছে ইসলামপুর মহকুমা হাসপাতালে।
জানা গেছে, বন্দিরাগছ গ্রামের বাসিন্দা মহম্মদ ফায়াল ও তাইমুলের মধ্যে বেশ কিছুদিন থেকেই পারিবারিক বিবাদ চলছিল। এই নিয়ে সালিশি সভাও বসে গ্রামে। সেখানেই জরিমানা ধার্য্য করা হয় মহম্মদ ফায়ালের পরিবারের উপর। অভিযোগ, সেই টাকা না পেয়েই এদিন তাইমুল কিছু দুষ্কৃতী নিয়ে চড়াও হয় মহম্মদ ফায়ালের বাড়িতে৷ এলোপাতাড়ি ছড়রা গুলি চালানো হয় বলে অভিযোগ। ঘটনায় মহম্মদ ফায়াল সহ দুই শিশু গুলিবিদ্ধ হয়। আহতদের ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মহম্মদ ফায়ালকে মৃত বলে ঘোষণা করেন৷ এদিকে ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত তাইমুল ও তার সঙ্গীরা। পুলিশ অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে।