গরু চোর সন্দেহে গ্রামবাসীর মারে মৃত্যু হলো এক দুষ্কৃতির। এমনই অভিযোগ উঠল উত্তর দিনাজপুর জেলার চোপড়ায়।
Bengal Live ইসলামপুরঃ গরু চোর সন্দেহে গণপ্রহারে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগে ছড়ালো চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে চোপড়া থানার সোনাপুর গ্রাম পঞ্চায়েতের কাজীগজ গ্রামে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি দেশী পাইপগান এবং এক রাউন্ড তাজা কার্তুজ। ঘটনার তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ।
মিলছে না বরাত, পুজোর আবহে আশঙ্কায় ঢাক শিল্পীরা
স্থানীয় সূত্রে খবর, রবিবার গভীর রাতে কাজীগজ গ্রামে গরু চুরি করতে ঢোকে এক দল দুষ্কৃতী। ঘটনা টের পেয়ে তাদের ধাওয়া করে এলাকাবাসীরা। এরপর পালাতে গিয়ে একটি গর্তে পড়ে যায় এক দুষ্কৃতি। প্রাণ বাঁচাতে গ্রামবাসীদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে বলে অভিযোগ ওই দুষ্কৃতীর বিরুদ্ধে। ঘটনায় গরু চোর সন্দেহে ওই দুষ্কৃতীকে ধরে বেধরক মারধর করে এলাকার বাসিন্দারা। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই দুষ্কৃতীর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চোপড়া থানার পুলিশ।
অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার,চাঞ্চল্য রায়গঞ্জ পুর বাস স্ট্যান্ডে
মৃতদেহের পাশ থেকে উদ্ধার করা হয় একটি দেশী পাইপগান, এক রাউন্ড তাজা কার্তুজ। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ইসলামপুর হাসপাতালের মর্গে। পুরো ঘটনা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ।