নাতির হাতে প্রহৃত ঠাকুমা, ঘর ছাড়া আশির বৃদ্ধা
নাতির হাতে প্রহৃত ঠাকুমা, ঘর ছাড়া আশির বৃদ্ধা
Bengal Live ইসলামপুরঃ নাতির হাতে প্রহৃত ঠাকুমা। নির্বাক দর্শকের ভুমিকায় ছেলে ও ছেলের বউ। আশি বছর বয়সে অথর্ব শরীরে ঘরছাড়া বৃদ্ধা। ছেলে সহ পরিজনদের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ এনে পুলিশের দ্বারস্থ ইসলামপুরের বাসিন্দা লক্ষ্মী সাহা।
জানা গেছে, বার্ধক্য ভাতা ও ছেলের পাঠানো সামান্য কিছু টাকায় ইসলামপুরে বাড়ি ভাড়া করে থাকতেন লক্ষ্মী সাহা। সম্প্রতি লক্ষ্মী দেবীর ছেলে তাঁকে দার্জিলিঙ জেলার শিব মন্দিরের বাড়িতে নিয়ে যায়। অভিযোগ, এরপর থেকেই শুরু হয় অত্যাচার।
লক্ষ্মী দেবীর অভিযোগ, ছেলের বাড়িতে যাওয়ার কিছু দিন পর থেকেই গৃহবন্দী করে রাখা হতো। দুইবেলা খাওয়ার দেওয়ার বদলে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করত। প্রতিবাদ করতেই ছেলে ও তার বৌমার সামনেই নাতি মারধর করে বাড়ি থেকে বের করে দেয়।
এরপরেই ওই বৃদ্ধা ইসলামপুরে ফিরে এসে পুলিশের দ্বারস্থ হন। যদিও পুলিশের দাবি, ঘটনাটি দার্জিলিঙ জেলায় ঘটার কারণে সংশ্লিষ্ট থানাতেই অভিযোগ জানাতে হবে। এদিকে লক্ষ্মী দেবীর ছেলের সাথে এই বিষয়ে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয় নি।