পরিত্যক্ত ব্যাগ থেকে উদ্ধার টাকা, চাঞ্চল্য ইসলামপুরে
৩১ নম্বর জাতীয় সড়কের ধারে বাঁশঝাড় থেকে উদ্ধার টাকার ব্যাগ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ওই ব্যাগে টাকা ছাড়াও মিলেছে ব্যাঙ্কের খাতা সহ বিহারের দুই বাসিন্দার আধারকার্ড।
প্রার্থী বদলের দাবিতে কালিয়াগঞ্জে বিজেপি কর্মীদের আমরণ অনশন
Bengal Live ইসলামপুরঃ পরিত্যক্ত ব্যাগ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো ইসলামপুরে। শনিবার ৩১ নম্বর জাতীয় সড়কের ধারের একটি বাঁশঝাড় থেকে উদ্ধার হয় ব্যাগ৷ প্রথমে স্থানীয় এক বাসিন্দার নজরে আসে ব্যাগটি। খবর পেয়ে অলিগঞ্জে পৌঁছায় ইসলামপুর থানার পুলিশ।
শনিবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার ৩১ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন অলিগঞ্জ এলাকায়। স্থানীয় বাসিন্দা মোঃ জালাল জানিয়েছেন, ইসলামপুর থেকে বাড়ি ফেরার পথে তিনি বাঁশঝারের ধারে ওই ব্যাগ পড়ে থাকতে দেখেন। ব্যাগ থেকে উদ্ধার হয়েছে প্রায় ৮ থেকে ৯ হাজার টাকা, ব্যাঙ্কের খাতা সহ বিহারের দুই বাসিন্দার আধারকার্ড। টাকাগুলো দেখে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে বহুদিন আগে ওই ব্যাগ ফেলে দেওয়া হয়ে থাকতে পারে। জলে ভিজে পঁচে গিয়েছে টাকাগুলো।
হোলির আগের দিন নেড়াপোড়া হয় কেন ? জানুন দোলের পৌরাণিক ইতিহাস
স্থানীয় সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে আসে ইসলামপুর থানার পুলিশ। ওই ব্যাগ উদ্ধার করে তদন্তের জন্য নথিপত্র নিয়ে গিয়েছে পুলিশ।