নারী সুরক্ষায় বিশেষ অ্যান্ড্রয়েড অ্যাপস চালু করছে ইসলামপুর পুলিশ জেলা
মহিলাদের নিরাপত্তার উপর বাড়তি জোড় দিতে বিশেষ অ্যান্ড্রয়েড অ্যাপস চালু করতে চলেছে ইসলামপুর পুলিশ জেলা। ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহেই এই অ্যাপস চালু করা হবে বলে পুলিশ সূত্রে খবর।
Bengal Live ইসলামপুরঃ মহিলাদের নিরাপত্তায় অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার করতে চলেছে ইসলামপুর পুলিশ জেলা। তৈরি করা হচ্ছে নারী সুরক্ষার জন্য বিশেষ অ্যান্ড্রয়েড অ্যাপস। পুলিশ সূত্রে জানা গেছে, ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যেই ‘পুলিশ সহায়ক’ নামক অ্যাপসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে ইসলামপুরে।
ইসলামপুর পুলিশ জেলা সুপার সচীন মক্কার জানিয়েছেন, একটি অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি করা হচ্ছে। অন্যান্য পরিষেবার পাশাপাশি মহিলাদের জন্যও একটি বিশেষ ব্যবস্থা করা হচ্ছে। যে কোনও সমস্যায় মহিলারা ওই অ্যান্ড্রয়েড অ্যাপস ব্যবহার করতে পারে।
অ্যান্ড্রয়েড অ্যাপসের মাধ্যমে কী করে পুলিশের সাথে যোগাযোগ স্থাপন করবে মহিলারা? এই প্রশ্নের উত্তরে পুলিশ সুপার বলেন, একটি অপশন রাখা হয়েছে অ্যাপসে। সেখানে ক্লিক করলে ফোন নম্বর থেকে সরাসরি পুলিশ কন্ট্রোল রুমে একটি মেসেজ আসবে। আক্রান্তের অ্যান্ড্রয়েড অ্যাপসে লোকেশন এক্সেস দেওয়া থাকলে জিপিএসের মাধ্যেমে জায়গার নাম জানতে পারবে পুলিশ। এরপরই যত দ্রুত সম্ভব নিকটবর্তী থানার পুলিশ সেই স্থানে পৌঁছে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করবে।
পুলিশ সুপার বলেন, এই অ্যান্ড্রয়েড অ্যাপস চালু হলে পুলিশের রেসপন্স টাইম অনেকটাই কমে আসবে। এছাড়াও, অ্যান্ড্রয়েড অ্যাপস নিয়ে ইসলামপুর পুলিশ জেলার অন্তর্গত বিভিন্ন স্কুল, কলেজে পুলিশ গিয়ে তা নিয়ে প্রচার করবে। প্রশিক্ষণও দেওয়া হবে মহিলাদের। এই মুহূর্তে ইসলামপুর পুলিশ জেলায় মহিলা পুলিশের সংখ্যা কম থাকায় আপাতত অন্যান্য পুলিশ অফিসারেরাই দেখভাল করবেন। পরবর্তীতে মহিলা পুলিশই এইসব বিষয় গুলোর উপরে নজর রাখবে বলে জানিয়েছেন পুলিশ সুপার।
পুলিশ সূত্রে জানা গেছে, ইসলামপুর পুলিশ জেলার অন্তর্গত পাঁচটি থানা ও তিনটি ফাঁড়িতে প্রতিমাসে গড়ে ২০০-২৫০ মহিলাদের উপর নানান অত্যাচারের অভিযোগ জমা পড়ে। পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ইসলামপুরের বাসিন্দারা। ‘পুলিশ সহায়ক’ নামক অ্যাপসটি চালু হলে মহিলাদের নিরাপত্তা অনেকাংশেই সুনিশ্চিত হবে বলেও মনে করছেন তাঁরা।