ইসলামপুর

ইসলামপুরে পথ দুর্ঘটনায় মৃত দিল্লির বাসিন্দা

স্থানীয়রা জানাচ্ছেন, বিহার সীমান্ত এলাকায় আচমকা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছে ধাক্কা মারে।

৪৪০ কেজি নিষিদ্ধ আতসবাজি বাজেয়াপ্ত করল পুলিশ

Bengal Live ইসলামপুরঃ ইসলামপুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো দিল্লি নিবাসী এক ব্যক্তির। দুর্ঘটনায় গুরুতর জখম আরও একজন। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ইসলামপুর থানার বাংলা-বিহার সীমান্ত এলাকায়। দুর্ঘটনাগ্রস্থ গাড়িটিকে পুলিশ আটক করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গেছে, দিল্লির বাসিন্দা পেশায় গাড়ি চালক হাসিবুল রহমান(২৫) যাত্রী নিয়ে ইসলামপুরে আসেন। সেখান থেকে বিহারের কাপরাঙ্গা এলাকায় অবস্থিত নিজের বাড়িতে গাড়ি নিয়ে যাওয়ার সময় আলীনগর খেরবাড়ি এলাকায় দুর্ঘটনার মুখে পড়েন। স্থানীয়রা জানিয়েছেন, নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা মারলে দুমড়ে যায় গাড়িটি। তড়িঘড়ি গাড়ির চালক হাসিবুল রহমান ও সহকারি মহম্মদ আমীরকে উদ্ধার করে গুরুতর জখম অবস্থায় ইসলামপুর হাসপাতালে পাঠায় স্থানীয় বাসিন্দারা৷ সেখানে চিকিৎসক হাসিবুলকে মৃত বলে ঘোষণা করে৷ মহম্মদ আমীর চিকিৎসাধীন রয়েছেন হাসপাতালে।

এদিকে হাসিবুলের মৃত্যুর খবর পেয়ে ইসলামপুরে ছুটে আসেন তাঁর পরিজনেরা। কাছের মানুষকে মৃত অবস্থায় দেখে কান্নায় ভেঙে পড়েন তাঁরা৷ পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। তদন্ত শুরু হয়েছে।

মৃত ভোটকর্মী রাজকুমার রায়ের পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিল নির্বাচন কমিশন

Related News

Back to top button