ইসলামপুর

পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব তৃণমূল

তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব দলীয় নেতা-কর্মীরা। বিডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভ যুব তৃণমূল কংগ্রেসের।

 

 

Bengal Live ইসলামপুরঃ ইসলামপুর ব্লকের পন্ডিতপোঁতা-২ গ্রাম পঞ্চায়েতে উন্নয়ন তহবিলের টাকা তছরুপের অভিযোগ উঠল প্রধানের বিরুদ্ধে। ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে বারবার জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। এরই প্রতিবাদে বৃহস্পতিবার আন্দোলনে নামল স্থানীয় যুব তৃণমূল কংগ্রেস। পন্ডিতপোঁতা অঞ্চলের তৃণমূলের যুব কংগ্রেস সভাপতি নুর আলম জানিয়েছেন, বিভিন্ন ভাবে প্রধানের দুর্নীতির প্রমাণ পাওয়া সত্ত্বেও প্রশাসন কোনও ব্যবস্থা না নেওয়ায় এই ধর্ণা অবস্থান। যতক্ষণ পর্যন্ত তাঁদের দাবি পূরণ না হচ্ছে এবং অভিযুক্ত প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হচ্ছে ততক্ষণ তাঁরা এই আন্দোলনে শামিল থাকবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন পন্ডিতপোঁতার যুব তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।

উল্লেখ্য, এর আগে একাধিকবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ওই প্রধানের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করা হয়। দিনের পর দিন তদন্তের দাবি জোরালো হয়ে উঠলেও এ বিষয়ে কোনো প্রশাসনিক হেলদোল নেই বলে ক্ষোভে ফুঁসছেন তৃণমূল কর্মী-সমর্থকরা। এই বিষয়ে ইসলামপুরের বিডিও রজত রঞ্জন দাসের সঙ্গে বারবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

Related News

Back to top button