ইসলামপুর

উত্তর প্রদেশের নিখোঁজ প্রৌঢ়কে বাড়ি ফেরালো চোপড়া পুলিশ ও বিএসএফ

বিএসএফ ও পুলিশের যৌথ প্রচেষ্টায় প্রায় পাঁচ মাস পর বাড়ি ফিরলেন উত্তরপ্রদেশের নিখোঁজ বৃদ্ধ।

 

Bengal Live চোপড়াঃ পাঁচ মাস আগে উত্তরপ্রদেশ থেকে নিখোঁজ হয়ে যাওয়া এক বৃদ্ধকে তাঁর পরিবারের কাছে ফেরালো বিএসএফ ও চোপড়া থানার পুলিশ। বৃদ্ধের নাম রামজিত গিরি(৬৫)। বাড়ি উত্তর প্রদেশের ভাগরু জেলার বারিয়ারপুর থানা এলাকায়। প্রায় পাঁচ মাস পর নিখোঁজ ব্যক্তিকে ফিরে পেয়ে খুশি রামজিত গিরির পরিজনেরা। পুলিশ ও বিএসএফ এর উদ্যোগকে ধন্যবাদ জানিয়েছেন প্রৌঢ়ের পরিবার।

পুলিশ ও বিএসএফ সূত্রে খবর, চলতি বছরের জানুয়ারি মাসে নিখোঁজ হন বছর পঁয়ষট্টির ওই প্রৌঢ়। পরিবারের তরফে  নিখোঁজ হওয়ার একটি অভিযোগ দায়ের করা হয় স্থানীয় বারিয়ারপুর থানায়। কিন্তু খোঁজ মেলেনি কোনও। এরপর গত মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার ধনির হাট সীমান্তচৌকি সংলগ্ন এলাকায় সীমান্তরক্ষীরা উদ্দেশ্যহীন ভাবে ঘোরাফেরা করতে দেখেন এক বৃদ্ধকে। বৃদ্ধকে জিজ্ঞাসাবাদ করে ঠিকানা জানতে পারেন তদন্তকারীরা। এরপরই নিখোঁজের পরিবারের সাথে যোগাযোগ করে বিএসএফ ও পুলিশ। অবশেষে বুধবার চোপড়া থানার পুলিশ ও বিএসএফ এর যৌথ তৎপরতায় পরিবারের হাতে তুলে দেওয়া হয় রামজিত গিরিকে।

বিএসএফ-এর চোপড়ার ধনিরহাট সীমান্ত চৌকির অ্যাসিস্ট্যান্ট কমান্ডার সত্য নারায়ন বলেন, সীমান্ত এলাকায় রামজিত গিরি নামে ওই বৃদ্ধকে ঘোরাফেরা করতে দেখে তাঁকে জিজ্ঞাসাবাদ করার পর বাড়ির ঠিকানা জানতে পারি। তাঁর পরিজনদের সাথে যোগাযোগ করে জানা যায় জানুয়ারি মাস থেকে নিখোঁজ ছিলেন তিনি। উত্তরপ্রদেশের বারিয়ারপুর থানায় মিসিং ডায়েরিও পাওয়া গেছে। এরপরেই চোপড়া থানার পুলিশ ও বিএসএফ-এর পক্ষ থেকে  বৃদ্ধের পরিবারের সাথে যোগাযোগ করা হয়। তাঁদের ডেকে আনা হয় চোপড়া থানায়। বিএসএফ এর পক্ষ থেকে চোপড়ার থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয় রামজিত গিরিকে। এদিন চোপড়া থানা থেকে রামজিত গিরিকে তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। পরিজনকে খুঁজে পেয়ে খুশি প্রৌঢ়ের পরিবার।

Related News

Back to top button