নবমীর রাতে খুন উত্তর দিনাজপুরে
নবমীর রাতে খুন উত্তর দিনাজপুরে
Bengal Live রায়গঞ্জঃ পোলট্রি ফার্মের মালিককে গুলি করে খুন করার অভিযোগ। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত ওই ফার্মের ম্যানেজার। নবমীর রাতে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার করণদিঘি বাসস্ট্যান্ড এলাকায়। মৃত ওই ব্যবসায়ীর নাম সুবীর দাস। গুরুতর আহত ওই ফার্মের ম্যানেজার বাবলু সিংহ রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার তদন্ত শুরু করেছে করণদিঘি থানার পুলিশ।
করণদিঘি বাসস্ট্যান্ডের কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে নিজের পোল্ট্রি ফার্মে কাজ করছিলেন সুবীর দাস ও তাঁর ম্যানেজার বাবলু সিংহ। জানা গেছে, আচমকাই কয়েকজন দুষ্কৃতী ওই ফার্মে ঢুকে সুবীর বাবুকে গুলি ও বাবলু সিংহকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে চম্পট দেয়।
স্থানীয় বাসিন্দারা গুলির শব্দ পেয়ে এলে ওই দুইজনকে রক্তাক্ত অবস্থায় পরে থাকতে দেখেন। স্থানীয় করণদিঘি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আহত দুইজনকে নিয়ে গেলে চিকিৎসক সুবীর দাসকে মৃত বলে ঘোষণা করে। অপরদিকে বাবলু সিংহের আঘাত গুরুতর থাকায় তাঁকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে করণদিঘি থানার পুলিশ।