একের পর এক অস্বাভাবিক মৃত্যু খবর উত্তর দিনাজপুরে। ইটাহার, রায়গঞ্জের পর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা চোপড়ায়।
Bengal Live ইসলামপুরঃ ডোবা থেকে উদ্ধার হল এক প্রাথমিক স্কুল শিক্ষকের মৃতদেহ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার চা-ফ্যাক্টরি মোড় এলাকায়। মৃত ব্যক্তি পেশায় প্রাথমিক স্কুলের শিক্ষক। তিনি চোপড়া থানারই কালাগছ এলাকার বাসিন্দা বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
তুড়ি মেরে ওজন কমান ঘরোয়া টোটকায়, হেঁশেলেই মজুত মন্ত্র
মৃতদেহের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে চোপড়া থানার পুলিশ। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নৈঋত বর্মন নামে স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, নর্থ দিনাজপুর চা ফ্যাক্টরি মোড় এলাকায় এক বাড়ির পেছনে ডোবার মধ্যে এদিন সকালে একটি মৃতদেহ ভাসতে দেখা যায়৷ আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। পুলিশককে জানানো হলে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পরে ওই ব্যক্তির পরিচয় জানা যায়। জানা যায়, তাঁর নাম পলাশ অধিকারী৷ প্রাথমিক স্কুল শিক্ষক তিনি। মৃত ব্যক্তির বাড়ি কালাগছ এলাকায়। অস্বাভাবিক মৃত্যুর ঘটনার তদন্তে নেমেছে পুলিশ৷ খুন নাকি আত্মহত্যা তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা৷