ইসলামপুর

ইসলামপুরে বিজেপির বাইক র‍্যালিতে মন্ত্রী দেবশ্রী, তৃণমূলের পরামর্শ, র‍্যালি নয়, কাজ করুন

ইসলামপুর জুড়ে বিজেপির বাইক র‍্যালি। ক্ষমতায় আসা নিয়ে বাকযুদ্ধ কেন্দ্র ও রাজ্যের দুই শাসক শিবিরে।

 

Bengal Live ইসলামপুরঃ সুবিশাল বাইক র‍্যালির মাধ্যমে ইসলামপুরে “আর নয় অন্যায়” কর্মসূচি পালন করল উত্তর দিনাজপুর জেলা বিজেপি। বিজেপির “আর নয় অন্যায়” বাইক র‍্যালিতে অংশগ্রহণ করেন রায়গঞ্জের সাংসদ তথা কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী এবং বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার সহ জেলা বিজেপির শীর্ষ নেতৃত্ব। তিনদিন ব্যাপি উত্তর দিনাজপুর জেলায় বিজেপি মোটরবাইক র‍্যালির মাধ্যমে আর নয় অন্যায় কর্মসূচি পালন করছে। সোমবার ইসলামপুরের শ্রীকৃষ্ণপুর থেকে মোটরবাইক র‍্যালি করে দাঁড়িভিট, কালনাগিন গ্রাম ঘুরে আর নয় অন্যায় কর্মসূচী পালন করে বিজেপি।

কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী বলেন, যেভাবে হাজার হাজার যুবক এবং সাধারণ মানুষ বিজেপির আর নয় কর্মসূচীতে অংশগ্রহণ করেছেন তাতেই বোঝা যাচ্ছে বাংলায় মানুষ এবার পরিবর্তন চাইছে। বাংলায় এবার ক্ষমতায় বিজেপি আসছেই এটা বুঝতে পেরে তৃণমূল কংগ্রেস দল থেকে বিধায়ক ও নেতারা বিজেপিতে যোগদান করছেন। যদিও বিজেপির এই বাইক র‍্যালি নিয়ে উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগরওয়াল বলেন, বাইক র‍্যালি করে ক্ষমতায় আসা যায় না। মানুষের মনে বসতে গেলে তাদের পাশে থাকতে হবে, তাদের উন্নয়ন করতে হবে। তৃণমূল কংগ্রেসের সংগঠন আছে, যে সংগঠন সারা বছর মানুষের পাশে থাকে। বাইক র‍্যালি করাটা কোনও ব্যাপার নয়। তৃণমূল কংগ্রেস মনে করলে পাঁচ হাজার বাইক র‍্যালি করতে পারে।

Related News

Back to top button