বিহার পুলিশ মৃত্যু মামলাঃ গ্রেপ্তার তিন গোয়ালপোখরে
বিহার পুলিশের ইন্সপেক্টর হত্যা মামলায় গ্রেপ্তার তিন উত্তর দিনাজপুরে৷ ধৃত তিনজনকে আদালতে পেশ করবে পুলিশ।
Bengal Live ইসলামপুরঃ আসামী ধরতে এসে দুষ্কৃতী হামলায় মৃত বিহার পুলিশের ইন্সপেক্টর। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার তিন। ব্যাপক চাঞ্চল্য উত্তর দিনাজপুর জেলার পান্তাপাড়া গ্রামে।
পুলিশ সূত্রে জানা গেছে, বিহার পুলিশের মৃত্যু মামলায় মূল অভিযুক্ত ফিরোজ আলম,তার ভাই আবিজুর আলম ও তার মা সাহিনুর খাতুনকে পান্তাপাড়া গ্রাম থেকে গ্রেপ্তার করেছে গোয়ালপোখর থানার পুলিশ। ধৃত তিনজনকে ইসলামপুর আদালতে পেশ করা হবে।
আসামী ধরতে এসে দুষ্কৃতী হামলায় মৃত বিহারের পুলিশ, চাঞ্চল্য উত্তর দিনাজপুরে
আসামী ধরতে এসে শুক্রবার রাতে দুষ্কৃতী হামলার মুখে পড়তে হয় বিহার পুলিশের ইন্সপেক্টর অশ্বিনী কুমারকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় পুলিশ আধিকারিকের। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে বিহার পুলিশের উচ্চপদস্থ কর্তারা। ছুটে আসেন ইসলামপুর পুলিশ জেলার আধিকারিকরা। এরপরেই শুরু হয় দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি।
এদিকে মৃত পুলিশ অফিসারের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মৃতদেহ ময়নাতদন্ত করা হবে বলে জানিয়েছেন জেলা শাসক অরবিন্দ কুমার মিনা।