উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতির প্যাড ও সই জাল করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার অভিযোগ।
Bengal Live উত্তর দিনাজপুরঃ জেলা তৃণমূল কংগ্রেস সভাপতির সই জাল করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের অন্দরে। অভিযোগ, জেলা সভাপতির প্যাড ও সই জাল করে ইসলামপুর পুরসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ঘটনা জানাজানি হতেই ইসলামপুর থানায় অভিযোগ জানিয়েছেন কানাইয়ালাল আগরওয়াল।
তিনি বলেন, সোশ্যাল মিডিয়ায় এই ভুঁয়ো পোস্টটি দেখি। সাথে সাথেই ইসলামপুর থানায় অভিযোগ জানিয়েছি। আমার প্যাড ও সই জাল করা হয়েছে। কে বা কারা এই কাজ করেছে তা খুঁজে বের করার জন্য পুলিশকে বলেছি। তিনি আরও বলেন, আমাদের দলের সাথে যুক্ত নন এমন অনেকের নাম রয়েছে ওই তালিকায়। এছাড়াও ওই তালিকায় অনেককেই আমি চিনিনা। যেই ব্যক্তি এই কাজ করেছেন পুরসভা সম্পর্কে তাঁর ধারণাও কম। আমাদের দলীয় আইটি সেল পুরো বিষয়টি খতিয়ে দেখছে।