বেপরোয়া মোটর বাইকের ধাক্কায় ইসলামপুরে মৃত সাইকেল চালক
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক ব্যক্তির। ঘটনা ইসলামপুর পুলিশ জেলার চাকুলিয়া থানা এলাকায়। বাইকের ধাক্কায় মৃত্যু সাইকেল আরোহীর।
Bengal Live ইসলামপুরঃ মোটর বাইকের ধাক্কায় মৃত্যু হলো এক সাইকেল চালকের। মঙ্গলবার মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে ইসলামপুর পুলিশ জেলার অন্তর্গত চাকুলিয়া থানার ডালামোড় এলাকায়। মৃত ওই সাইকেল চালকের নাম রামানন্দ সিংহ (৫৬)। ওই ব্যক্তি ডালামোড় এলাকার বাসিন্দা।
জানা গেছে, কাজ সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার মুখে পড়েন রামানন্দ সিংহ। বেপরোয়া মোটর বাইকের ধাক্কায় গুরুতর জখম হন তিনি। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে প্রথমে চাকুলিয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। অবস্থার অবনতি ঘটলে তাঁকে ইসলামপুর মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয়। ইসলামপুরেই রামানন্দ বাবু মৃত্যুর কোলে ঢলে পড়েন বলে জানা গেছে। পুলিশ ঘাতক মোটর বাইক চালকের খোঁজ শুরু করেছে।