আজকের রাশিফল, ২ নভেম্বর, সোমবার

Bengal Live রাশিফলঃ রাশিফলে রাখুন চোখ। আপনার জীবন সুখের হোক। আজকের রাশিফল। ২ নভেম্বর।

 

মেষ রাশিঃ– আপনার স্বাস্থ্য আজ আপনার সঙ্গ দেবে না। তাই আজ যে কোনো ভারী কাজ থেকে নিজেকে বিরত রাখুন। আর্থিক দিক দিয়ে আপনার দিনটি আজ ভালো। রাগকে নিয়ন্ত্রণে আনুন। এতে আপনার ও আপনার পরিবারের দুয়েরি ভালো। আপনার সঙ্গী আপনাকে আজ খুশি করার সমস্ত চেষ্টা করবে।

বৃষ রাশিঃ– আপনার আচরণ আজ সকলকে কষ্ট দেবে। টাকা-পয়সা জমি বাড়িতে বিনিয়োগ করতে পারেন। আপনি যার সঙ্গে বাস করেন তাকে আজ অজান্তেই দুঃখ দিয়ে ফেলতে পারেন। তাই তার সঙ্গে সঠিক আচরণ করার চেষ্টা করুন। প্রেমের দিন হিসেবে আজকের দিনটা ভালো। সময়ের সাথে কাজ করার চেষ্টা করুন। এতে আপনার সময় বাঁচবে এবং সে সময়কে আপনি অনান্য কাজে অতিবাহিত করতে পারবেন।

মিথুন রাশিঃ– আজ আপনার বাড়িতে অতিথি আসার সম্ভাবনা রয়েছে। আপনি যদি বিদেশে ব্যবসা করে থাকেন তবে আজকের দিনটা আপনি লাভবান হবেন। প্রেম ঘটিত জটিলতা আজ কেটে যাবার সম্ভবনা আছে। পুরোনো দিনের যে সমস্ত কাজ রয়ে গেছে সেগুলো আজ আপনি সম্পূর্ণ করতে পারবেন। আপনার সঙ্গী আপনাদের বিবাহিত জীবনের শ্রেষ্ঠ উপহার আপনাকে দেবে আজ।

কর্কট রাশিঃ– অতিরিক্ত চিন্তার থেকে দূরত্ব বজায় রাখুন। বেশি চিন্তা আপনার সব ভালো সময় গুলো নষ্ট করবে। আপনি আজ আপনার দূরের বন্ধুদের সঙ্গে দেখা করতে পারেন। আবেগকে নিয়ন্ত্রণে রাখুন। প্রেমিকার সঙ্গে সময় অতিবাহিত করতে পারেন। অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি যাওয়ার চেষ্টা করুন। বাড়িতে আপনার জন্য কোনো উপহার বা চমৎকার কিছু অপেক্ষা করবে।

 

সিংহ রাশিঃ– আজ আপনি ঘন ঘন খুশির সংবাদ পাবেন। নিজের স্বাস্থ্যের দিকে নজর দিন। কারও সহায়তা ছাড়াই আজ আপনি অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। আপনার প্রিয় কেউ আপনার দুঃখ ভাগ করবার জন্য এগিয়ে আসবে। আপনার কৃতিত্ব আজ অন্য কেউ নিয়ে যেতে পারে।

 

কন্যা রাশিঃ– আপনি আজ বুঝতে পারবেন আপনি সামান্য কেউ নন। ব্যবসার ক্ষেত্রে আজ অর্থ ব্যয় হতে পারে। আপনার ভালোবাসার সম্পর্কের সমস্ত দ্বিধা আজ দূর হয়ে যেতে পারে। আপনি বেশির ভাগ সময় আজ ঘরে কাটাবেন। সম্ভব হলে কোনো নতুন বই পড়তে আগ্রহী হতে পারেন। আজ আপনার জীবনসঙ্গী আপনাকে এমন ভাবে আগলে রাখবেন যে যাই হয়ে যাক আপনি তার থেকে মুক্তি পেতে পারবেন না।

 

তুলা রাশিঃ– পরিবারকে সময় দিন। তাদের বোঝানোর চেষ্টা করুন যে আপনি তাদের কথা ভাবেন। আজ কাউকে ঋণ দেবেন না এতে আপনি আর্থিক সমস্যার মধ্যে পরতে পারেন। সঙ্গীর সঙ্গে সমস্ত দ্বন্দ্ব আজ শেষ হয়ে যেতে পারে। আপনার বাচ্চাদের আজ সঠিক পরামর্শ দিতে সমর্থন হবেন। আপনার স্ত্রী আপনাকে বিভিন্ন ভাবে অবাক করার চেষ্টা করবে তাকে সাহায্য করুন।

বৃশ্চিক রাশিঃ– কারোর সঙ্গে ঝগড়ায় লিপ্ত হবেন না এতে আপনার শত্রু সংখ্যা বাড়বে বোই কমবে না৷ আপনার আত্নীয় আপনার কাছে আজ ঋণ চাইতে আসতে পারে। আপনি তাকে ভেবে চিন্তে ঋণ দিতে পারেন। নচেৎ পরে অর্থ সমস্যায় ভুগবেন। কোনও পারিবারিক অনুষ্ঠানে আপনি মধ্যমণী হয়ে উঠতে পারেন। কথা রাখতে না পারলে কথা দেওয়া থেকে দূরে থাকুন। আপনি নিজেকে চিনুন সময় বের করে। আজ আপনার বিবাহিত জীবন বেশ ভালো যাবে।

 

ধনু রাশিঃ– আপনার অসাধারণ প্রচেষ্টা আপনার জীবনে ভালো কোনো মুহূর্তের উপহার দিতে পারেন। আজ আপনাকে আপনার মনের বিরুদ্ধে কঠিন কোনো কাজ করতে হতে পারে। যা আপনার জন্য ভালো হবে। আপনার সঙ্গীর সঙ্গে আপনার মনের মিলের জন্য আজ ভালো একটা দিন। যাদের সঙ্গে আপনার ঝগড়া আছে সম্ভব হলে আজই মিটিয়ে নিন। কারণ পরে দেরীও হয়ে যেতে পারে। আজ আপনি নিজেকে সময় দেওয়া কতটা গুরুত্বপূর্ণ সেটা বুঝতে পারবেন এবং নিজেকে সময় দেবেন। ফাঁকা সময়ে নিজের পছন্দের খেলা খেলতে পারেন। আজ আপনার সঙ্গী আপনার অতীত জেনে কষ্ট পেতে পারেন।

মকর রাশিঃ– আজ আপনার জীবনে কাজের জায়গার চাপ ও ঘরের চাপ আসতে পারে। ভেঙে পরবেন না সমস্তটা সামলে নেবার চেষ্টা করুন। আজ ধূমপান করা থেকে নিজেকে বিরত রাখুন। আজকের দিনটি আপনি আপনার সঙ্গীর সঙ্গে বাইরে কাটাতে পারেন এতে আপনার ভালো হবে। আপনার প্রতিশ্রুতি গুলো পালন করার চেষ্টা করুন নচেৎ সঙ্গীর সঙ্গে মনমালিন্য হতে পারে। আজ আপনি কারোর কথায় কান দেবেন না একাকি আপনার সঙ্গীর সঙ্গে দিন কাটাতে বেশি পছন্দ করবেন।

কুম্ভ রাশিঃ– মনের বিষাদ ঝেড়ে ফেলে দিন। এটা আপনাকে ভালো থাকতে সাহায্য করবে। আপনার উন্নতি ব্যাহত করছে। আজকের দিনটা অতিথিদের সঙ্গে উপভোগ করার জন্য একটি ভালো দিন। আজ প্রেম জীবনে বিভিন্ন জটিলতার সৃষ্টি হতে পারে। আজ আপনি বুঝতে পারবেন আপনার সঙ্গী আপনাকে কতটা ভালোবাসেন৷

মীন রাশিঃ– আপনার মনের দুঃখ বা যে সমস্ত বেদনা চেপে রেখেছেন আজ সমস্ত কিছু থেকে মুক্তি পাবার ভালো দিন। আজ আপনি টাকা জমি বাড়িতে বিনিয়োগ করতে পারেন। এতে আপনার ভালো হবে। আপনার পরিবারকে সময় দিন। প্রেমের যাত্রা ক্ষণজীবী হলেও মধুর হবে। যার সাথে আপনার খারাপ সম্পর্ক আছে আজ তার সাথে কথা বলে সমস্ত কিছু ঠিক করে নিতে পারেন।

Exit mobile version