উৎসব

রাজ আমলের রীতি মেনেই কালী পূজা হয় কোচবিহারে

Nblive কোচবিহারঃ এ পুজো রাজ আমলের । এ পুজোর নিয়মেও তাই আজও রাজ আমলের রীতির ছাপ স্পষ্ট। মদন মোহন বাড়ির  কাঠামিয়া মন্দিরে রাজ আমল  থেকেই তারা মায়ের পুজো হয়। এবারও হল পুরোনো ঐতিহ্য বজায় রেখেই।
20161030_151614_wm

বিশালাকার মায়ের মূর্তি। রাজ আমলের নিয়ম মেনে পঞ্চ বলিতে দেবীকে তুষ্ট  করা হয়। পাঁঠা, পায়রা, হাঁস, মেষ ছাড়াও বলি দেওয়া হয়  মাগুর মাছ। এটাই প্রাচীন রীতি। তিথি মেনে হবে তারা মায়ের বির্সজন  ।১৮৯০ সালে মহারাজা নৃপেন্দ্র
নারায়ণ মদনমোহন মন্দির  প্রতিষ্ঠা করে কাঠামিয়া মন্দিরে তারা মায়ের পুজো শুরু করেন।রাজ্য পাট চুকেছে কোন কালে, তবে এখনও বজায় আছে রাজ আমলের সেই নিয়ম রীতি। যার টানে আজও ভক্তরা ছুটে আসেন। তাঁদের বিশ্বাস দেবীর কাছে মনস্কামনা করলে তা পূরণ হয়। কোচবিহারের ইতিহাস গবেষক দেবব্রত চাকী জানান রাজারা কালী মায়ের উপাসক ছিলেন। রাজবাড়িতেও  হত কালী পুজো। তবে মন্দির প্রতিষ্ঠার পর  থেকে এই মন্দিরে পুজো শুরু হয়।

Related News

Back to top button